মোদীর ৭১ তম জন্মদিনে ৭১ টি লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা

গোলাপ

মোদীর ৭১ তম জন্মদিনে ৭১ টি লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা।  .বিশ্বের প্রভাবশালীদের তালিকাতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার তাঁর ৭১ তম জন্মদিন। মোদীর জন্মদিন উপলক্ষ্যে  গোটা দেশে একাধিক কর্মসূচী নিয়েছে বিজেপি। কোথাও ৭১ ফুট দীর্ঘ কেক কেটে জন্মদিন পালন করা হচ্ছে তো আবার কোথাও ৭১ কেজি লাড্ডু বিলি করা হয়েছে।

 

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্র বারানসীতে বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে।  গঙ্গাঘাটজুড়ে ৭১টি প্রদীপ জ্বালানো হয়েছে। মোদীর জন্মদিনে  রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন বিরোধী দলের প্রতিনিধিরাও।  অনেক বিরোধী নেতাই প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে মোদীর জন্মদিনে  শুভেচ্ছা জানিয়েছেন বিদেশের  বহু রাষ্ট্রনেতা। তবে মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে সবথেকে সেরা উপহারটি এসেছে প্রতিবেশি বাংলাদেশ থেকে।

 

আর ও পড়ুন      কেন্দ্রের নয়া চমক! দেশের বেকার ও কর্মহীনরা পাবেন ভাতা !

 

প্রতিবেশি বাংলাদেশেঢ় সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো। বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে ভারতের আত্মীয়তাটা একটু অন্যরকমের। খারাপ সময়ে হাসিনার পাশে থেকেছেন প্রয়াত প্রণব মুখপাধ্যায়। এমনকি ৭১ এর যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যুদ্ধ লড়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানকে কার্যত তুলোধোনা করা হয়। বর্তমানেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত রয়েছে ভারতের।

 

প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালেন শেখা হাসিনা। ৭১ তম জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে ৭১টি লাল গোলাপ পাঠালেন হাসিনা। শুধু তাই নয়, বাংলা, হিন্দি এবং ইংরেজিতে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তাও দিয়েছেন হাসিনা। তাঁর এই বার্তা ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

 

উল্লেখ্য, ২০ দিন ধরে নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পরিকল্পনা নিয়েছে বিজেপি৷ এই ২০ দিনে ‘সেবা ও সমর্পণ’ কর্মসূচী পালন করবেন বিজেপি নেতা কর্মীরা৷ এবার এই কর্মসূচীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীর করে রাখতে ১৭ সেপ্টেম্বরে ২কোটি টিকাকরণের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

 

উল্লেখ্য, নিজের দলের শীর্ষ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে সারা দেশে বিভিন্ন জায়গাতে বড় বড় হোডিং লাগিয়েছেন বিজোপি নেতারা। বাংলাতেও সকাল থেকে তোরজোড় চলছে। বিভিন্ন জায়গাতে লাড্ডু খাওয়ানো হয় বিজেপির তরফে। এছাড়াও একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে দলের তরফে।