ঘোষিত হল শান্তি পুরস্কার ২০২০ 

নতুন দিল্লি, ২২ মার্চ, ২০২১:২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রদান করা হচ্ছে। ভারত সরকার ১৯৯৫ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে।

এটি মহাত্মা গান্ধীর ১২৫-তম জন্মবার্ষিকী স্মরণ অনুষ্ঠানের পুরস্কার হিসেবে সূচনা হয়। জাতীয়তা, বর্ণ, ভাষা বা লিঙ্গ নির্বিশেষে সকল ব্যক্তির জন্য এই পুরস্কারটি উন্মুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য গান্ধী শান্তি পুরস্কার জুরি বোর্ডের সদস্যরা যাদের অন্যতম, ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতা, এই সিদ্ধান্তে উপনীত হন। জুরি বোর্ডের অন্য দুই সদস্য হলেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা এবং সুলভ আন্তর্জাতিক সমাজ পরিষেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা শ্রী বিন্দেশ্বর পাঠক। গত ১৯ মার্চ জুরি বোর্ডের সদস্যরা মিলিত হন। সকলের সম্মিলিত ভাবে গান্ধী শান্তি পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম প্রস্তাব করেন।এই পুরস্কারের অর্থ হিসাবে ১ কোটি টাকা, একটি ফলক, একটি মানপত্রএবং ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রী দেওয়া হয়।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মানবাধিকার ও স্বাধীনতার পথিকৃৎ। ভারতীয়দের কাছেও তিনি একজন নায়ক ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ এবং অনুপ্রেরণা উভয় দেশের ঐতিহ্যকে আরও গভীরভাবে যুক্ত করে রেখেছে। তিনি যে পথ দেখিয়েছেন তা উভয় দেশের অগ্রগতি এবং সমৃদ্ধির পক্ষে শক্তিশালী হয়ে উঠবে।

আরও পড়ুন…করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কার্তিক আরিয়ান