নিজস্ব সংবাদদাতা,৬ মার্চ ২০২১পশ্চিম মেদিনীপুর : গভীর রাতে রাজ্য সড়কের উপর পড়ে রয়েছে প্লাস্টিকের মুরগির খাঁচা। আর তাকে কুড়োতে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে পড়ে একটি মারুতি গাড়ি, পরক্ষণই প্লাস্টিকের খাঁচা কুড়োনোর জন্য সেখানে জড়ো হয়ে যায় কিছু এলাকার মানুষজন।

তারপরে ঘটলো ভয়াবহ ঘটনা পথ দুর্ঘটনা। মৃত্যু হল তিনজনের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৪।জানা যায় শুক্রবার গভীররাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের কুঁয়াপুর এলাকার ঘাটনা। রাতের বেলায় মেদিনীপুর থেকে চন্দ্রকোনা গামী একটি মারুতি গাড়ির চালক দেখতে পায়, রাস্তার ধারে পড়ে রয়েছে ২ টি মুরগির বহন করা প্লাস্টিকের ঝাঁকা, আর তা দেখে তিনি গাড়ি থামিয়ে নেমে পড়েন সেই গুলি কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তার পরক্ষণে নজরে আসে এলাকারই আরেক ব্যক্তির, সেই ঝাঁকা নেবার জন্য মারুতি চালক ও এলাকার ওই ব্যক্তির সাথে লেগে য়ায় বিবাদ। চিৎকার শুনে জড়ো হয়ে যায় এলাকার বেশ কিছু বাসিন্দা, আর তখনি ঘটে ভয়াবহ দূর্ঘটনা। মেদিনীপুর থেকে চন্দ্রকোনা গামী একটি ধান বোঝাই গাড়ি দ্রুতবেগে এসে মারুতি গাড়ি সহ রাস্তার ধারে দাড়িয়ে থাকা ব্যাক্তিদের সজোরে ধাক্কা মারলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুঁয়াপুর গ্রামের বাসিন্দা সুশান্ত সেন, সিন্টু ঘোষ, জিতেন পূজারী, নামে তিন ব্যক্তির। আহত হয় প্রায় ৫ জন। দ্রুত স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল। যোদিও সেখানে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় পাঠানো হয় কলকাতায়। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ এসে ঘাতক ট্রাকটিকে আটক করে নিয়ে যায়। ঘটনায় শনিবার সকাল থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন…প্রার্থী তালিকা নাম ঘোষণা হতেই পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন



















