চম্পাহাটি স্টেশনের রেল অবরোধ করে বিক্ষোভ সামিল রেলযাত্রীরা

 নিজস্ব সংবাদদাতা ৩০ এপ্রিল ২০২১ দক্ষিণ ২৪পরগণা: ক্যানিং লোকাল বাতিল করা হয়েছে সেটা মাইকিং করা হয়নি যার কারণে স্টেশনে অতিরিক্ত যাত্রী জড়ো হয় প্লাটফর্মে ট্রেন আসার সময় অতিরিক্ত যাত্রী ওঠে ।আর ট্রেন থেকে পড়ে গিয়ে এক যাত্রী গুরুতর জখম হয়।

ওই অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যায় স্থানীয় একটি নার্সিংহোমে। এরপরই রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার হয়ে ওঠে রেল যাত্রীরা। অভিযোগ চম্পাহাটি স্টেশনে নিয়মিত মাইকিং এর কোন ব্যবস্থা নেই। প্রশাসনের তরফে কখন কোন ট্রেন বাতিল হচ্ছে সেটিও জানানো হচ্ছে না করোনা আক্রান্ত হচ্ছেন বহু রেলকর্মী যার কারণে শিয়ালদা দক্ষিণ শাখা একাধিক ট্রেন বাতিল হচ্ছে। গন্তব্যে পৌঁছাতে গেলে তাদের রেল চলাচলের তথ্যটুকু পাচ্ছেননা রেল যাত্রীরা আর যার কারনেই এই দুর্ঘটনা ঘটছে।

আরো পড়ুন….শারীরিক দূরত্ব বজায় রেখে পুনরায় ভোট গ্রহণ শুরু হল শীতলকুচি বুথে