টোটো চালকের উপর অতিষ্ঠ হয়ে অটো চালকদের ধর্মঘট ডোমকলে

চালকদের

টোটো চালকের উপর অতিষ্ঠ হয়ে অটো চালকদের ধর্মঘট ডোমকলে। রবিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের গাবতলা এলাকায় ধর্মঘট শুরু করেন অটো চালকেরা। কিছুক্ষন চলার পরেই সেই ধর্মঘট তুলে দেই পুলিশ। তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানাযায়, ডোমকল বাস ষ্ট্যান্ড থেকে ভগীরথপুর ভায়া শীবনগর রুটে চলে ১০ থেকে ১৫ টি অটো রিক্সা।

 

বাস ষ্ট্যান্ড থেকে অটো ছাড়ার আগেই টোটো তে দু একজন যাত্রী নিয়েই রওনা দেই। আর তাতেই যাত্রী মিলছে না অটো চালকদের। সেই কারনে টোটো চালকদের উপর অতিষ্ঠ হয়ে ডোমকলের গাবতলা এলাকায় অটো ধর্মঘট ডাকেন চালকেরা। কিছুক্ষন পরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল ট্রাফিক পুলিশ। পুলিশ এসে ঐ ধর্মঘট তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেই পুলিশ।

 

উল্লেখ্য, টোটো চালকের উপর অতিষ্ঠ হয়ে অটো চালকদের ধর্মঘট ডোমকলে। রবিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের গাবতলা এলাকায় ধর্মঘট শুরু করেন অটো চালকেরা। কিছুক্ষন চলার পরেই সেই ধর্মঘট তুলে দেই পুলিশ। তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানাযায়, ডোমকল বাস ষ্ট্যান্ড থেকে ভগীরথপুর ভায়া শীবনগর রুটে চলে ১০ থেকে ১৫ টি অটো রিক্সা।

 

বাস ষ্ট্যান্ড থেকে অটো ছাড়ার আগেই টোটো তে দু একজন যাত্রী নিয়েই রওনা দেই। আর তাতেই যাত্রী মিলছে না অটো চালকদের। সেই কারনে টোটো চালকদের উপর অতিষ্ঠ হয়ে ডোমকলের গাবতলা এলাকায় অটো ধর্মঘট ডাকেন চালকেরা। কিছুক্ষন পরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল ট্রাফিক পুলিশ। পুলিশ এসে ঐ ধর্মঘট তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেই পুলিশ।

 

আরও  পড়ুন    আইনের ফাঁক গলে খুলে গেলো তারাপীঠের হোটেল 

 

জানা গিয়েছে,   বাস ষ্ট্যান্ড থেকে অটো ছাড়ার আগেই টোটো তে দু একজন যাত্রী নিয়েই রওনা দেই। আর তাতেই যাত্রী মিলছে না অটো চালকদের। সেই কারনে টোটো চালকদের উপর অতিষ্ঠ হয়ে ডোমকলের গাবতলা এলাকায় অটো ধর্মঘট ডাকেন চালকেরা। কিছুক্ষন পরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল ট্রাফিক পুলিশ। পুলিশ এসে ঐ ধর্মঘট তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেই পুলিশ।

 

উল্লেখ্য, টোটো চালকের উপর অতিষ্ঠ হয়ে অটো চালকদের ধর্মঘট ডোমকলে। রবিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের গাবতলা এলাকায় ধর্মঘট শুরু করেন অটো চালকেরা। কিছুক্ষন চলার পরেই সেই ধর্মঘট তুলে দেই পুলিশ। তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানাযায়, ডোমকল বাস ষ্ট্যান্ড থেকে ভগীরথপুর ভায়া শীবনগর রুটে চলে ১০ থেকে ১৫ টি অটো রিক্সা।টোটো চালকের উপর অতিষ্ঠ হয়ে অটো চালকদের ধর্মঘট ডোমকলে। রবিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের গাবতলা এলাকায় ধর্মঘট শুরু করেন অটো চালকেরা। কিছুক্ষন চলার পরেই সেই ধর্মঘট তুলে দেই পুলিশ।

 

তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, ডোমকল বাস ষ্ট্যান্ড থেকে ভগীরথপুর ভায়া শীবনগর রুটে চলে ১০ থেকে ১৫ টি অটো রিক্সা।বাস ষ্ট্যান্ড থেকে অটো ছাড়ার আগেই টোটো তে দু একজন যাত্রী নিয়েই রওনা দেই। আর তাতেই যাত্রী মিলছে না অটো চালকদের। সেই কারনে টোটো চালকদের উপর অতিষ্ঠ হয়ে ডোমকলের গাবতলা এলাকায় অটো ধর্মঘট ডাকেন চালকেরা। কিছুক্ষন পরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল ট্রাফিক পুলিশ। পুলিশ এসে ঐ ধর্মঘট তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেই পুলিশ।