ট্রেন চালু হতেই বাদুড়ঝোলা ভীড় যাত্রীদের

চালু

ট্রেন চালু হতেই বাদুড়ঝোলা ভীড় যাত্রীদের । প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আজ থেকে রাজ্যে গড়াল লোকাল ট্রেনের চাকা। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে ট্রেন চালু হওয়ার আগে গতকালও স্যানিটাইজেশন করা হয়। দূরত্ববিধি মানতে দুটি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। কিন্তু রবিবার ছুটির দিনেই  ধরা পড়ল বাদুড়ঝোলা ভিড়।

 

বিভিন্ন স্টেশনে ট্কারেনের মরায় ঠাসাঠাসির ছবি দেখা গেল।  রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও দেখা গেল সেই উপচে পড়া ভিড়। আর তার ফলেই স্পষ্ট, রেলের তরফে দুটি সিটের মধ্যে স্টিকার বা দূরত্ববিধি মানতে যাই বলা হোক না কেন সেটা বাস্তবে কোনওভাবেই সম্ভব নয়।

 

আর ও পড়ুন    রাজ্যে গুটি গুটি পায়ে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া, শীত আসছে

 

কিন্তু এতদিন ধরে সাধারণ মানুষের একটাই দাবি ছিল যে লোকাল ট্রেন চালু করা। আর আজ থেকে চালু হল ট্রেন। কিন্তু এই বাদুড়ঝোলা ভিড়ের ছবি দেখে অশনিসঙ্কেত দেখা দিচ্ছে। এমনিতেই রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তার মধ্যে লোকাল ট্রেন চালুর পর রাজ্যের করোনার ছবি কী হবে তা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। যথাসম্ভব দূরত্ব বৃদ্ধি মানতে বলেছেন তাঁরা। সেই সঙ্গে ‘মাস্ক মাস্ট’ বলেই পরামর্শ চিকিৎসদের।

 

উল্লেখ্য, ট্রেন চালু হতেই বাদুড়ঝোলা ভীড় যাত্রীদের । প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আজ থেকে রাজ্যে গড়াল লোকাল ট্রেনের চাকা। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে ট্রেন চালু হওয়ার আগে গতকালও স্যানিটাইজেশন করা হয়। দূরত্ববিধি মানতে দুটি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে।

 

কিন্তু রবিবার ছুটির দিনেই  ধরা পড়ল বাদুড়ঝোলা ভিড়। বিভিন্ন স্টেশনে ট্কারেনের মরায় ঠাসাঠাসির ছবি দেখা গেল।  রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও দেখা গেল সেই উপচে পড়া ভিড়। আর তার ফলেই স্পষ্ট, রেলের তরফে দুটি সিটের মধ্যে স্টিকার বা দূরত্ববিধি মানতে যাই বলা হোক না কেন সেটা বাস্তবে কোনওভাবেই সম্ভব নয়।