জঙ্গি হানায় মৃত্যু হল এক সিআরপিএফের

নিজস্ব সংবাদদাতা ৩০ মার্চ ২০২১ জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লক এর শালবাড়ি এলাকার যুবক জগন্নাথ রায় সিআরপিএফ কর্মরত থাকা কালিন জঙ্গি হানায় মৃত্যু হয়। মৃত্যুর সময় জগন্নাথের বয়স হয়েছিল ৩৩বছর।

জগন্নাথের পরিবারে বৃদ্ধা মা দাদা বৌদি ভাইপো স্ত্রী সহ এক পুত্র সন্তান রয়েছে। তাদের সকলকে রেখে পরলোক গমন করলেন সকলের আদর এর আইকন জগন্নাথ। জানা যায় কাশ্মীরে সিআরপিএফের কোন ভাইয়ের উপর জঙ্গী হামলা হয় সেখানেই গুরুতর আহত হন ধুপগুড়ির জগন্নাথ। সোমবার সন্ধ্যায় ছটা নাগাদ সে পরলোকগমন করেন বলে জানা যায় সেনাবাহিনী সূত্রে। এদিন সন্ধ্যা ছয়টার পর মৃত্যুর সংবাদ দেওয়া হয় পরিবারকে। এতেই শুরু হয়ে যায় কান্নার রোল। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকল সদস্য। এদিকে তার মৃতদেহ আনতে ইতিমধ্যে রওনা দিয়েছেন তার শ্যালক সহ তার দাদা। জানা যায় সেন্ট্রাল কাশ্মীরে শ্রীনগর জাতীয় সড়কের উপর উপড়াতে সিআরপিএফের ৭৩ নম্বর ব্যাটালিয়নের কনভের উপর গত ২৫ শে মার্চ জঙ্গি হামলা হয়। আর এই জঙ্গি হামলায় শহীদ হয়েছেন দু’জন জাওয়ান ।আহত আরো ৩ জন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো একজন। তবে দুজন জনের মধ্যে একজন হচ্ছেন জগন্নাথ রায় ধুপগুড়ির ব্লকের পশ্চিম শালবাড়ি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন….খড়গপুরে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী