জমির দখলদারি নিয়ে সংঘর্ষ দুই শরীকের মধ্যে উত্তপ্ত রায়গঞ্জের অশোক পল্লী

নিজস্ব সংবাদদাতা ২৬জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর:বাড়ি জমির দখলদারি নিয়ে দুই শরীকের মধ্যে বিবাদ থেকে সংঘর্ষ, ধারালো অস্ত্র, লাঠি বাঁশ নিয়ে একে অপরের উপর আক্রমণ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের অশোকপল্লীতে।

দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।রায়গঞ্জ শহরের এন এস রোডে অশোকপল্লীতে এলাকায় স্বর্গীয় রামশরন আগরওয়ালের নামে কিছু জমিসহ একটি বাড়ি রয়েছে। মৃত রামশরন আগরওয়ালের দুই ছেলে দিলীপ আগরওয়াল ও বিষ্ণুদয়াল আগরওয়াল দুই ভাই একই বাড়িতে থাকেন। ২০০৪ সাল থেকে বাড়ির জমি জায়গার দখল নিয়ে এই দুই শরীকের মধ্যে চরম বিবাদ চলছে। এরইমধ্যে এক ভাই বিষ্ণুদয়াল আগরওয়াল মারা গিয়েছেন। এরপর থেকেই মৃত বিষ্ণুদয়ালের স্ত্রী সীমা আগরওয়ালের সাথে দিলীপ আগরওয়ালের মধ্যে মাঝেমধ্যেই দুই পরিবারের মধ্যে হাতাহাতি গন্ডগোল লেগেই থাকে। জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই শরীকের মধ্যে আদালতে মামলাও চলছে। সোমবার আচমকাই দুই পরিবারের সদস্যরা বাঁশ, রড ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর আক্রমণ চালায়। স্থানীয় কাউন্সিলর স্বাতী মুখার্জি জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিবাদ চলছে। তাঁরা বহুবার দুই পক্ষকে নিয়ে বসে মিমাংসা করার চেষ্টা করা হলেও সফল হননি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বেআইনি কনস্ট্রাকশন করা এবং জোর করে ভোগ দখলের অভিযোগ তুলেছে। মাঝেমধ্যেই এই দুই শরীক পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ ও মারামারি লেগেই থাকে। আজকের ঘটনার পর বিষয়টি রায়গঞ্জ থানার পুলিশের হাতে গিয়েছে। পুলিশই এটার ব্যাবস্থা গ্রহন করবে বলে আশা স্থানীয় কাউন্সিলর স্বাতী মুখার্জির।

আরও পড়ুন….রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে পালিত হল সাধারণতন্ত্র দিবস