গ্রামে চলছে জুয়া এবং মদের আসর, ক্ষুব্ধ এলাকাবাসীরা

জুয়া

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডুমুইর, দোল্লা, চকআমোদ, কাদাপারা সহ অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রামে চলছে জুয়া এবং মদের আসর। যা নিয়ে ক্ষোভ জমছে এলাকাবাসীদের মধ্যে।  গ্রামের মহিলারা বারবার পুলিসের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে তাদের অভিযোগ। তাই ফের আজ তারা বালুরঘাট থানার আইসিকে ডেপুটেশন জমা দেন।

 

গ্রামের মহিলাদের দাবি দ্রুত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাগুলোতে মদ জুয়ার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।না হলে তারা আগামীদিনে আরো বড়ো আন্দোলনে নামবে বলে জানিয়েছেন ওই গ্রামের মহিলারা।স্থানীয় মহিলাদের অভিযোগ, সন্ধের পর থেকেই এলেকায় মদ ও জুয়ার আসর বসে যায়। আর সেই আসরে আসক্ত হয়ে পড়ছেন এলাকার পুরুষরা।

 

আর ও পড়ুন    মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা নিয়ে কী বললেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ

 

বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের কাছে তারা অভিযোগ জানিয়েও সুফল পাননি বলে অভিযোগ। ফলে এবার তারা মরিয়া হয়ে থানায় ডেপুটেশন জমা দিলেন। তাদের দাবি, অবিলম্বে এলাকাত মদ ও জুয়ার আসর বন্ধ করা হোক।

 

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডুমুইর, দোল্লা, চকআমোদ, কাদাপারা সহ অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রামে চলছে জুয়া এবং মদের আসর। যা নিয়ে ক্ষোভ জমছে এলাকাবাসীদের মধ্যে।  গ্রামের মহিলারা বারবার পুলিসের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে তাদের অভিযোগ। তাই ফের আজ তারা বালুরঘাট থানার আইসিকে ডেপুটেশন জমা দেন।

 

গ্রামের মহিলাদের দাবি দ্রুত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাগুলোতে মদ জুয়ার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।না হলে তারা আগামীদিনে আরো বড়ো আন্দোলনে নামবে বলে জানিয়েছেন ওই গ্রামের মহিলারা।স্থানীয় মহিলাদের অভিযোগ, সন্ধের পর থেকেই এলেকায় মদ ও জুয়ার আসর বসে যায়। আর সেই আসরে আসক্ত হয়ে পড়ছেন এলাকার পুরুষরা। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের কাছে তারা অভিযোগ জানিয়েও সুফল পাননি বলে অভিযোগ। ফলে এবার তারা মরিয়া হয়ে থানায় ডেপুটেশন জমা দিলেন।

 

তাদের দাবি, অবিলম্বে এলাকাত মদ ও জুয়ার আসর বন্ধ করা হোক। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডুমুইর, দোল্লা, চকআমোদ, কাদাপারা সহ অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রামে চলছে জুয়া এবং মদের আসর। যা নিয়ে ক্ষোভ জমছে এলাকাবাসীদের মধ্যে।  গ্রামের মহিলারা বারবার পুলিসের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে তাদের অভিযোগ।

 

তাই ফের আজ তারা বালুরঘাট থানার আইসিকে ডেপুটেশন জমা দেন। গ্রামের মহিলাদের দাবি দ্রুত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাগুলোতে মদ জুয়ার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।না হলে তারা আগামীদিনে আরো বড়ো আন্দোলনে নামবে বলে জানিয়েছেন ওই গ্রামের মহিলারা।স্থানীয় মহিলাদের অভিযোগ, সন্ধের পর থেকেই এলেকায় মদ ও জুয়ার আসর বসে যায়। আর সেই আসরে আসক্ত হয়ে পড়ছেন এলাকার পুরুষরা।