টিকটিকির মতো দেখতে প্রাণীটির দাম ২৫ লক্ষ টাকা

টিকটিকির

টিকটিকির মতো দেখতে প্রাণীটির দাম ২৫ লক্ষ টাকা। টিকটিকির মতো দেখতে এই প্রাণীটির দাম নাকি ২৫ লক্ষ টাকা। নাম তক্ষক। আন্তর্জাতিক চোরা বাজারে এমনই দাম। আর সেই গোল্ডেন তক্ষক সহ তিনজনকে ধরল বনকর্মীরা। নতুন একটি প্রাইভেটকারে করে সেই তক্ষক নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়ি।

 

মেঘালয় থেকে অসময হয়ে ডুয়ার্সে পথে শিলিগুড়ি ঢোকার মুখেই ওদলাবাড়ি এলাকায় একটি হোটেলের কাছে গাড়ি আটক করে বনকর্মীরা।বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের কাছে গোপন খবর ছিল তক্ষক পাচারের কথা। এরপরে রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে রাতে ওত পেতে থাকে। ওদলাবাড়িতে। অসম নম্বরের গাড়িটি আসতেই ধরে ফেলা হয়। এরপর সন্দেহবশত তল্লাশি চালানো হয়।

 

গাড়ির ভিতরে নির্দিষ্ট একটি কক্ষে বিশেষভাবে বাক্স বানিয়ে তার মধ্যে লুকানো ছিল তক্ষকটি। এরপরই গাড়িসহ ওই তিনজনকে নিয়ে আসা হয় রেঞ্জ অফিসে। ধৃতদের মধ্যে একজন অরুণাচলের বাসিন্দা এবং বাকি দু’জন অসমের বাসিন্দা। তারা প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, শিলিগুড়িতে হাত বদল হওয়ার কথা ছিল। দরদাম হয়েছিল ২৫ লক্ষ টাকা। মেঘালয় থেকে তক্ষকটি ধরা হয়।

 

আর ও পড়ুন     দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি, সংকটে ঘোড়া ব্যবসায়ীরা

 

এরপর বিদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে জানানো হয়েছে। তাই প্রথমে শিলিগুড়ি হাতবদল হয়ে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে যাওয়ার কথা ছিল। তার আগেই ধরে ফেলে কর্মীরা। চোরাকারবারীরা এই পথে করিডর করে পাচার করছে বলে জানতে পেরেছে বনকর্মীরা।এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।পাশাপাশি গাড়িটি বাজেয়াপ্ত করা হয়।

 

উল্লেখ্য, টিকটিকির মতো দেখতে প্রাণীটির দাম ২৫ লক্ষ টাকা। টিকটিকির মতো দেখতে এই প্রাণীটির দাম নাকি ২৫ লক্ষ টাকা। নাম তক্ষক। আন্তর্জাতিক চোরা বাজারে এমনই দাম। আর সেই গোল্ডেন তক্ষক সহ তিনজনকে ধরল বনকর্মীরা। নতুন একটি প্রাইভেটকারে করে সেই তক্ষক নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়ি।মেঘালয় থেকে অসময হয়ে ডুয়ার্সে পথে শিলিগুড়ি ঢোকার মুখেই ওদলাবাড়ি এলাকায় একটি হোটেলের কাছে গাড়ি আটক করে বনকর্মীরা।

 

বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের কাছে গোপন খবর ছিল তক্ষক পাচারের কথা। এরপরে রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে রাতে ওত পেতে থাকে। ওদলাবাড়িতে। অসম নম্বরের গাড়িটি আসতেই ধরে ফেলা হয়। এরপর সন্দেহবশত তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতরে নির্দিষ্ট একটি কক্ষে বিশেষভাবে বাক্স বানিয়ে তার মধ্যে লুকানো ছিল তক্ষকটি। এরপরই গাড়িসহ ওই তিনজনকে নিয়ে আসা হয় রেঞ্জ অফিসে। ধৃতদের মধ্যে একজন অরুণাচলের বাসিন্দা এবং বাকি দু’জন অসমের বাসিন্দা। তারা প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, শিলিগুড়িতে হাত বদল হওয়ার কথা ছিল। দরদাম হয়েছিল ২৫ লক্ষ টাকা। মেঘালয় থেকে তক্ষকটি ধরা হয়।