তপ্ত পুরভোট, এক নজরে দেখে নিন কোন ওয়ার্ডে কি অভিযোগ

তপ্ত পুরভোট, এক নজরে দেখে নিন কোন ওয়ার্ডে কি অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তপ্ত

তপ্ত পুরভোট, এক নজরে দেখে নিন কোন ওয়ার্ডে কি অভিযোগ।পুরভোটকে ঘিরে উত্তপ্ত কলকাতা। আজ, কলকাতা পুরসভার ভোট। সেখানে রয়েছে ১৪৪টি ওয়ার্ড।  ২০১০ সাল থেকে বোর্ডের শাসনক্ষমতায় রয়েছে তৃণমূল। এদিন ভোট শুরু হতেই পঞ্চোসায়ের থানা এলাকার ১০৯ ওয়ার্ড ৪৬ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

 

টোটো গাড়ি করে ভোটারদের ভোট দিতে নিয়ে আসার অভিযোগ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এছাড়াও ৪৫ এবং ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে হাতাহাতির অভিযোগ। কোথাও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হাতাহাতির অভিযোগ। কোথাও পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বিজেপি প্রার্থী। পরিস্থিতি সামাল দিতে পুলিসের লাঠিচার্জ। রণক্ষত্র এলাকা।

 

দুই প্রার্থীর মধ্যে হাতাহাতিকে ঘিরে উত্তপ্ত বড়বাজারের ৪৫ নম্বর ওয়ার্ড। সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী। এলাকায় প্রচুর বহিরাগত থাকার অভিযোগ। ছাপ্পা ভোটের অভিযোগ। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গণ্ডগোল সামাল দিতে পুলিস লাঠিচার্জ করে। একই ভাবে উত্তপ্ত ৭ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বুথ। বিজেপি প্রার্থী ব্রজেশ শা’র অভিযোগ, ওয়ার্ডের এক নির্দল প্রার্থীকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তাঁকে বসতে দেওয়া হয়নি।

 

ভয় দেখিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে। এমনকী, সেক্টর অফিসসার এবং প্রিসাইডিং অফিসারও প্রার্থীকে বসতে দেননি। দুই অফিসারের বদলির দাবিতে সরব বিজেপি। ওই নির্দল প্রার্থীকে বুথে বসাতে ময়দানে নামেন বিজেপি প্রার্থী। এরপরই পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। কার্যত মারামারির পরিস্থিতি তৈরি হয়। পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসও।

 

আর ও  পড়ুন    বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে কলকাতা পুরভোট

 

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। ১০৯ নম্বর ওয়ার্ডে শহিদ স্মৃতি কলোনিতে ৪৪ নম্বর বুথে একজনের ভোট দিলেন অন্যজন। এছাড়া ৪৬ নম্বর বুথে ভোট কেন্দ্রের সামনেই দাঁড়িয়ে থাকা ও ভোটারকে প্রভাবিত করার অভিযোগ। বাগবাজার ১০ নম্বর বুথ শ্রীরামকৃষ্ণ হোমে বিজেপি প্রার্থী সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি বচসা। কসবার ৬৭ নম্বর ওয়ার্ডে ৩৪ নম্বর বুথে কল্যাণ সঙ্ঘ প্রাইমারি স্কুলে সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ।

 

কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের সিপিআইএম-এর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, মুকুল বোস মেমোরিয়াল ইনস্টিটিউশন এ এজেন্টরা ঢোকার চেষ্টা করলে তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ সিপিআইএম প্রার্থীর। কলকাতা পুরসভার ১১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল লোক ঢুকিয়ে ছাপ্পা দেওয়া হচ্ছে। ৮১ নম্বর বুথে সিসিটিভি-তে সমস্যা বলে অভিযোগ। কংগ্রেসের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না।

 

৬০ নম্বর ওয়ার্ডে ইসলামিয়া হাইস্কুলে কোঅর্ডিনেটর সিপিআইএম-এর এজেন্টকে মেরে ভোটারতালিকা ছিঁড়ে দিয়েছেন বলে অভিযোগ। কলকাতা পুরসভার ১০২ ওয়ার্ডের ৪ নম্বর পার্ট থেকে দলের পোলিং এজেন্টকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ সিপিআইএমের। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। সেখানে কংগ্রেস কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

 

উল্লেখ্য,  তপ্ত পুরভোট, এক নজরে দেখে নিন কোন ওয়ার্ডে কি অভিযোগ।পুরভোটকে ঘিরে উত্তপ্ত কলকাতা। আজ, কলকাতা পুরসভার ভোট। সেখানে রয়েছে ১৪৪টি ওয়ার্ড।  ২০১০ সাল থেকে বোর্ডের শাসনক্ষমতায় রয়েছে তৃণমূল। এদিন ভোট শুরু হতেই পঞ্চোসায়ের থানা এলাকার ১০৯ ওয়ার্ড ৪৬ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।  টোটো গাড়ি করে ভোটারদের ভোট দিতে নিয়ে আসার অভিযোগ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এছাড়াও ৪৫ এবং ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে হাতাহাতির অভিযোগ। কোথাও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হাতাহাতির অভিযোগ। কোথাও পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বিজেপি প্রার্থী। পরিস্থিতি সামাল দিতে পুলিসের লাঠিচার্জ। রণক্ষত্র এলাকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top