তৃণমূলের কার্যালয় ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা ৮ এপ্রিল ২০২১বীরভূম: বীরভূমের আমোদপুর ফাঁড়ির অন্তর্গত সাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ করল বিজেপির বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরবেলা তারা তাদের দলীয় কার্যালয়ে মিটিং করছিলেন।

ঠিক সেই সময়ই ওই দলীয় কার্যালয়ের সামনে দিয়ে একটি বিজেপির মিছিল আসে। সেই বিজেপির মিছিল থেকে প্রায় দেড়শ জন মদ্যপ অবস্থায় দলীয় কার্যালয়ের দিকে ইট পাটকেল ছুঁড়তে শুরু করেন। পাশাপাশি দলীয় কার্যালয়ের সামনে থাকা বাইকগুলি ভাঙচুর করা হয়। তৃণমূল কর্মী সমর্থকদের আরও অভিযোগ, ঘটনার সময় এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। এরপর যখন আমাদের আরো কর্মী-সমর্থকরা জড়ো হন সেই সময়ে বিজেপির লোকজন পালিয়ে যায় এবং পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, এই ঘটনায় ফোন করে ১০ থেকে ১২ টি বাইক ভাঙচুর করা হয়েছে। ইটপাটকেলের আঘাতে ১০ থেকে ১২ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন…হাজী নুরুল ইসলামের হাত ধরে শতাধিক আই এস এফ কর্মী সমর্থক যোগদান করেন করলেন তৃণমূলে