“তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখানোর চেষ্টা করছে” মন্তব্য বিধায়িকা তাপসী মণ্ডলের

নিজস্ব সংবাদদাতা ২৯জানুয়ারি ২০২১ পূর্ব মেদিনীপুর: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততোই রাজনৈতিক হিংসার ছবি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অব্যাহত। বেশ কয়েক মাস আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএমের বিধায়িকা তাপসী মন্ডল।

বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলের বাড়িতে বোমাবাজির হয়, বোমাবাজির ঘটনায় কেঁপে ওঠে বিধায়িকার বাড়ি। শুক্রবার সকালে দরজা খুলেই বাড়ির সামনে দেখে বোম্বেটে তার বারুদ চারদিকে ছিটকে পড়েছে এবং দুটি তাজা বোমা পড়ে রয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সমগ্র পরিবার জুড়ে, পাশাপাশি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ পৌঁছে তাজা বোমা গুলিকে নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের তীর তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিধায়িকা তাপসী মন্ডলের অভিযোগ বারেবারে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তবে এই ভয় দেখিয়ে কোন লাভ হবে না। পাশাপাশি তিনি আরো বলেন সাধারণ মানুষ তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তাঁরা হতভম্ব হয়ে এইসব চক্রান্ত করে চলছে অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাচক থানার পুলিশ।

আরও পড়ুন….বাম কংগ্রেসের সমঝোতায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীরের