উত্তর দিনাজপুরে উদ্ধার হলো তক্ষক, এলাকায় চাঞ্চল্য

দিনাজপুরে

উত্তর দিনাজপুরে উদ্ধার হলো তক্ষক, এলাকায় চাঞ্চল্য । উত্তর দিনাজপুর জেলার  চোপড়া থেকে তক্ষক উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রথ খোলা হরি বাসর প্রাঙ্গণ থেকে কাঠ চেরাই করতে গিয়ে নজরে পড়ে একটি তক্ষক।

 

এরপর তক্ষক দেখতে ভিড় জমান এলাকার মানুষ। প্রথমে ওই তক্ষককে সরীসৃপ গো সাপ মনে করেছিল অনেকে। এরপর চোপড়া বন দপ্তরে খবর দেওয়া হলে চোপড়া বন দপ্তরের রেঞ্জার শ্যাম সুন্দর ঝরিয়াত সেখানে ছুটে যান এবং ওই তক্ষক টি কে উদ্ধার করে চোপড়া বন দপ্তরে নিয়ে যান।

 

চোপড়া বন দপ্তরের রেঞ্জার শ্যাম সুন্দর ঝরিয়াত জানান, এটি একটি বিলুপ্ত হওয়া প্রাণী তক্ষক,এর বাজার মূল্য অনেক বেশি, চোরা কারবারি রা এটি বাংলাদেশ হয়ে চীন দেশে পাঠান, তিনি আরও জানান এই তক্ষক টিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর কুলিক ফরেস্ট এ ছাড়া হবে। মূল্যবান তক্ষকটি কে বন দপ্তরের হাতে তুলে দিতে পেরে খুশি গ্রাম বাসীরা।

 

আর ও পড়ুন      সেনচেল ওয়াইল্ড লাইফ স‍্যাঙচুয়ারিতে দেখা মিলল মুনাল পাখির

 

উল্লেখ্য, উত্তর দিনাজপুরে উদ্ধার হলো তক্ষক, এলাকায় চাঞ্চল্য । উত্তর দিনাজপুর জেলার  চোপড়া থেকে তক্ষক উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রথ খোলা হরি বাসর প্রাঙ্গণ থেকে কাঠ চেরাই করতে গিয়ে নজরে পড়ে একটি তক্ষক।এরপর তক্ষক দেখতে ভিড় জমান এলাকার মানুষ। প্রথমে ওই তক্ষককে সরীসৃপ গো সাপ মনে করেছিল অনেকে।

 

এরপর চোপড়া বন দপ্তরে খবর দেওয়া হলে চোপড়া বন দপ্তরের রেঞ্জার শ্যাম সুন্দর ঝরিয়াত সেখানে ছুটে যান এবং ওই তক্ষক টি কে উদ্ধার করে চোপড়া বন দপ্তরে নিয়ে যান। চোপড়া বন দপ্তরের রেঞ্জার শ্যাম সুন্দর ঝরিয়াত জানান, এটি একটি বিলুপ্ত হওয়া প্রাণী তক্ষক,এর বাজার মূল্য অনেক বেশি, চোরা কারবারি রা এটি বাংলাদেশ হয়ে চীন দেশে পাঠান, তিনি আরও জানান এই তক্ষক টিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর কুলিক ফরেস্ট এ ছাড়া হবে। মূল্যবান তক্ষকটি কে বন দপ্তরের হাতে তুলে দিতে পেরে খুশি গ্রাম বাসীরা।উত্তর দিনাজপুরে উদ্ধার হলো তক্ষক, এলাকায় চাঞ্চল্য ।

 

উত্তর দিনাজপুর জেলার  চোপড়া থেকে তক্ষক উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রথ খোলা হরি বাসর প্রাঙ্গণ থেকে কাঠ চেরাই করতে গিয়ে নজরে পড়ে একটি তক্ষক।এরপর তক্ষক দেখতে ভিড় জমান এলাকার মানুষ। প্রথমে ওই তক্ষককে সরীসৃপ গো সাপ মনে করেছিল অনেকে। এরপর চোপড়া বন দপ্তরে খবর দেওয়া হলে চোপড়া বন দপ্তরের রেঞ্জার শ্যাম সুন্দর ঝরিয়াত সেখানে ছুটে যান এবং ওই তক্ষক টি কে উদ্ধার করে চোপড়া বন দপ্তরে নিয়ে যান।