আজ থেকেই রাজ্যে কমতে চলেছে তাপমাত্রা, দুয়ারে শীত

দুয়ারে

আজ থেকেই রাজ্যে কমতে চলেছে তাপমাত্রা, দুয়ারে শীত। রাজ্যে ক্রমশ প্রবেশ করছে উত্তুরে হাওয়া। নভেম্বরে সেভাবে জাঁকিয়ে শীত উপভোগ করতে না পারলেও সপ্তাহান্ত থেকে শীতের আমেজে মজতে পারে বাংলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা আর নেই। ফলে এবার শীতের আগমন যেন সময়ের অপেক্ষা।

 

আকাশ পরিষ্কার হতেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। যার জেরে শীত–শীত ভাব অনুভূত হয়েছিল। শুক্রবারও সেটা বজায় রয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আগামী কয়েক দিন এ রকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শুক্রবার সারা দিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃহস্পতিবারের মতো রয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য তা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। আজ রাতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা।

 

গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি রাজ্যে। শুক্রবারও হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। আগামী দু’‌তিন দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের যা ইঙ্গিত, তাতে পুরোদমে দক্ষিণবঙ্গে শীত পড়তে এখনও কিছুটা সময় বাকি। ১৫ ডিসেম্বরের আগে সে অর্থে কলকাতায় শীত পড়েও না। তবে ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করে। কিন্তু এবার নভেম্বরেই দু’বার তাপমাত্রা ১৮’র কাছাকাছি নেমে গিয়েছিল। এদিকে, পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কুয়াশামুক্ত পরিষ্কার আকাশ থাকবে। তাই রাতের তাপমাত্রা খুব সামান্য বাড়লেও ভোরে বহাল থাকল শীত শীত ভাব। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি। আগের দিন তা ছিল ১৯.৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদিও বাড়েনি। আজ রাতে তাপমাত্রা আরও সামান্য কমবে। উইক এন্ডে ভোরে শীতের আমেজ অক্ষুণ্ণ থাকবে বলেই জানান হয়েছে।

 

আর ও পড়ুন    লটারির টিকিট কিনে রাতারাতি কোটিপতি হলেন এই ব্যক্তি

 

যদিও বেলা বাড়তেই শীতের আমেজ উধাও হবে।  নিম্নচাপের জেরে পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কলকাতার আকাশ মেঘমুক্ত রৌদ্রজ্জ্বলই থাকবে। যদিও হাওয়া অফিস থেকে আগেই জানিয়ে দিয়েছিল যে সেম্বরের ১৫ তারিখের পর থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাংলার মানুষ।

 

রাজ্যে ইতিমধ্যেই বইতে শুরু করেছে উত্তরে হাওয়া, যদিও গত পরশু কুয়াশার চাদর মুড়ে ছিল কলকাতাকে, যার ফলে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি বেড়ে গিয়েছিল।আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, মেঘ সরে আকাশ পরিষ্কার হলেই ফিরবে হেমন্তের ঠান্ডা আমেজ। আগামী ২-৩ দিনের মধ্যে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।