নন্দীগ্রামে ভোটের কারচুপি প্রসঙ্গ নিয়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কর্মীসমর্থকদের

নিজস্ব সংবাদদাতা ৬মে ২০২১ পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী অবশেষে ভোট গ্রহণ পর্ব শেষে গণনায় জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।

অবশ্য তার আগে জয়ী হিসেবে নাম ঘোষণা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরই অবশ্য শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয় এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। রি কাউন্টিং এর দাবিতে দীর্ঘ পাঁচ দিন ধরে অচল অবরুদ্ধ রাস্তা,ফাঁকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিল তৃণমূল কর্মী সমর্থকরা। প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তারা অঙ্গীকার করল যে রাস্তা পরিষ্কার করে দেবে এবং অবরোধ তুলে নেবে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের গণনায় কারচুপি এবং পুনর্গণনার দাবিতে হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে আজ পাঁচ দিনে পড়ল বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের।যেখানে গতকাল রাত্রে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ করে কর্মীরা। আজ তারা কিছু সময়ের মধ্যেই রাস্তা পরিষ্কার করে দেবে এবং অবরোধ তুলে নেবে।

আরো পড়ুন…ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন কোলাঘাটের ফুল ব্যবসায়ীরা, দাবি সারাদিনে কয়েকটি ট্রেন চালু রাখার