নিজস্ব সংবাদদাতা ৫ মার্চ ২০২১নিউটাউন: ভোটের আগেই নিউটাউন সাপুরজি বাস স্ট্যান্ড থেকে উদ্ধার চারটে আর্মস কুড়ি রাউন্ড গুলি।
গ্রেফতার এক। ধৃত যুবক হুগলির বাসিন্দা। কলকাতার বিক্রি করার উদ্যেশে নিয়ে আসা হয়েছিল। টেকনসিটি থানা ও বেঙ্গল এসটিএফ এর যৌথ উদ্যেগে গ্রেফতার করা হয়েছে।ধৃতের নাম মহম্মদ ওয়াজিদ।একটি ব্যাগের মধ্যে নিয়ে বাস স্ট্যান্ড এ এসেছিল।সূত্র মারফত খবর পেয়ে তাঁকে ধরা হয়।
আরো পড়ুন…তৃতীয়বার মাদক পাচারে ধৃত পামেলা গোস্বামী কে তোলা হল আলিপুর কোর্টে



















