নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজির দোকান ঘরে ধাক্কা মারল একটি ট্রাক্টর

নিজস্ব সংবাদদাতা ৮মে ২০২১ পূর্ব বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজির দোকান ঘরে ধাক্কা মারল একটি ট্রাক্টর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার আলিনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভাতার কামারপাড়া রোডে আলিনগর বাস স্ট্যান্ডের কাছে ভাতারগামী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে একটি সবজির দোকানে এবং পাশের একটি মুদিখানা দোকানের মুদিখানা সামগ্রী রাখা একটি মোটর ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। লকডাউন এর কারণে সবজি দোকানের নির্দিষ্ট সময়ে বন্ধ থাকার কারণে প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে দোকানের মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ভাতার থানার পুলিশ। ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। ট্রাক্টর মালিক শেখ শমসের আলম জানান, ঘটনার সময় যে ট্রাক্টর চালাচ্ছিল সে আসল চালক নন। আসল চালক ট্রাক্টর দাঁড় করিয়ে শৌচকর্ম সারার সময় অন্য এক ব্যক্তি ট্রাক্টরটি চুরির উদ্দেশ্যে নিয়ে পালাচ্ছিল সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন…ঘরছাড়া বিজেপি কর্মীদের পরিবারকে ফিরিয়ে আনার আশ্বস্ত করলেন তৃণমূল পৌর পিতা দেবব্রত সাঁই