শরীরে এনার্জি ফিরে পেতে ঘুরে আসুন নির্জন সুন্দরী এই জায়গা থেকে

নির্জন

শরীরে এনার্জি ফিরে পেতে ঘুরে আসুন নির্জন সুন্দরী এই জায়গা থেকে।  করোনা জেরে আজ এক বছরের উপরে মানুষ গৃহ বন্দী। আর এর জেরে বাড়িতে বসে দিন দিন বাড়ছে মানসিক অবসাদ। তবে এই অবসাদ কাটাতে ভিড়ভাট্টা এড়িয়ে দুদণ্ড শান্তি চাইলে তখন হিমের পরশ গায়ে মাখতে পাইনের জঙ্গলে হারিয়ে এনার্জি ফিরিয়ে আনতে পারেন।

 

স্বপ্নের দেশটি খুব একটা বেশি দূরেও নয়। হাতের কাছেই লামাহাটা। নিরিবিলি সময় কাটানোর অত্যন্ত ভাল সুযোগ।সমুদ্রপৃষ্ঠ থেকে লামাহাটার উচ্চতা ৫ হাজার ৭০০ ফুট।দুর্গম পাহাড়ি এলাকা।

 

আর ও পড়ুন    আইনের অধীনে প্রত্যেকে, সেই “আইন” কথাটির সংজ্ঞা কি

 

জনবসতি খুব কম। গরমে বেড়াতে যাওয়ার কথা উঠলেই  দীঘা-পুরী-দার্জিলিংয়ের বাইরের যে জগত, তাতে লামাহাটা অত্যন্ত ফিট।

 

শিলিগুড়ি থেকে ভাড়া গাড়িতে অথবা শেয়ার জিপে দার্জিলিংয়ের পথে জোর বাংলোয় নেমে পড়লেই হবে। আড়াই ঘন্টার পথ। ওখান থেকে আবার ভাড়া গাড়ি অথবা শেয়ার জিপে চললে সোজা লামাহাটা।পাইনের জঙ্গল। সেখানেই লুকিয়ে ছোট্ট পাহাড়ি জনপদ লামাহাটা। সবুজে ভরা অন্য ভুবন।

 

যেখানে প্রকৃতি কথা বলে। প্রতি মূহূর্তে রং বদলায়। কোলাহলমুক্ত হিমেল পরিবেশ আপনার মনের গভীরে সুপ্ত  আবেগ সতেজ করে তুলবেই। মন চাইবে পাহাড়ের গায়ে ওড়নার মতো জড়িয়ে থাকা চা বাগানে পা বাড়াতে। চলার পথে রকমারি পাহাড়ি ফুল পেয়ে যাবেন। কানে আসবে নাম না জানা হরেক রকম পাখির কলতান। সবদিক থেকেই প্রকৃতি নিজেকে উজার করেছে লামাহাটায়।

 

উল্লেখ্য, করোনা জেরে আজ এক বছরের উপরে মানুষ গৃহ বন্দী। আর এর জেরে বাড়িতে বসে দিন দিন বাড়ছে মানসিক অবসাদ। তবে এই অবসাদ কাটাতে ভিড়ভাট্টা এড়িয়ে দুদণ্ড শান্তি চাইলে তখন হিমের পরশ গায়ে মাখতে পাইনের জঙ্গলে হারিয়ে এনার্জি ফিরিয়ে আনতে পারেন। স্বপ্নের দেশটি খুব একটা বেশি দূরেও নয়। হাতের কাছেই লামাহাটা। নিরিবিলি সময় কাটানোর অত্যন্ত ভাল সুযোগ।সমুদ্রপৃষ্ঠ থেকে লামাহাটার উচ্চতা ৫ হাজার ৭০০ ফুট।দুর্গম পাহাড়ি এলাকা।

 

শিলিগুড়ি থেকে ভাড়া গাড়িতে অথবা শেয়ার জিপে দার্জিলিংয়ের পথে জোর বাংলোয় নেমে পড়লেই হবে। আড়াই ঘন্টার পথ। ওখান থেকে আবার ভাড়া গাড়ি অথবা শেয়ার জিপে চললে সোজা লামাহাটা।পাইনের জঙ্গল। সেখানেই লুকিয়ে ছোট্ট পাহাড়ি জনপদ লামাহাটা। সবুজে ভরা অন্য ভুবন।