পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

পদ্মশ্রী

পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় । ১৯৮৭ সালে ঠিক যেমনটা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবারও ঠিক তেমনটিই করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অপমানিত ও অসম্মানিত হয়ে ফিরিয়ে দিলেন পদ্মশ্রী সম্মান। জানা গেছে, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপ্যাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হয়। কিংবদন্তি শিল্পী ইদানীং বেশ অসুস্থ। তার ফলে এই নব্বই বছরে শরীর নিয়ে এত জেরবার যে ফোন ধরছেন না।

 

তবু দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের জরুরি ফোন বলায় কোনওরকমে ধরেন। তাঁকে হিন্দিতে বলা হয় আমরা আগামীকাল আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি নেবেন?‌ তাহলে অন্যান্য  পুরস্কারপ্রাপকদের সঙ্গে আগামীকাল সকালের মধ্যে আপনার নামও ঘোষণা করা হবে?‌

 

এই কথা শুনে সন্ধ্যা কিছুটা হতচকিত হয়ে যান। এই ভঙ্গিমায় যে পদ্ম খেতাব দেওয়ার প্রস্তাব আসতে পারে, তা তিনি ভাবতেই পারেননি। শুধু তাই নয়, তাঁর সমসাময়িকরা যেখানে যোগ্য কারণেই কেউ ভারতরত্ন, কেউ পদ্মবিভূষণ, নিদেনপক্ষে পদ্মভূষণ, সেখানে তিনি কিনা পদ্মশ্রী!‌ সন্ধ্যার আরও খারাপ লেগেছিল শেষমুহূর্তে এমন অফারের ধরনে।

 

আর ও পড়ুন    বকখালি সমুদ্র সৈকত থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 

তাই তিনি জানিয়ে দেন, এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। দিল্লির আমলাকে বলেন, ‘একটা কথা জেনে রাখুন। আমার শ্রোতারাই আমার পুরস্কার।’‌ অভিমানী সন্ধ্যা বলছেন, ‘‌নব্বই বছর বয়সে এভাবে অপমান করল?‌ এভাবে শেষ মুহূর্তে পুরস্কারের প্রস্তাব দিচ্ছে!‌

 

অসংখ্য বাণিজ্যিক ছবির গানের পাশাপাশি একাধিক ক্লাসিক্যাল রেকর্ড রয়েছে আমার। একজন ক্লাসিক্যাল শিল্পীও বটে। উস্তাদ গুলাম আলি খানের কাছে গান শিখেছি। উস্তাদ আমির খানের কাছে তালিম নিয়েছি। একজন ক্ল্যাসিক্যাল শিল্পীকে পদ্ম পুরস্কারের জন্য এভাবে প্রস্তাব দেওয়া যায়!‌’

 

উল্লেখ্য, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় অপমানিত ও অসম্মানিত হয়ে ফিরিয়ে দিলেন পদ্মশ্রী সম্মান। জানা গেছে, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপ্যাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হয়। কিংবদন্তি শিল্পী ইদানীং বেশ অসুস্থ। তার ফলে এই নব্বই বছরে শরীর নিয়ে এত জেরবার যে ফোন ধরছেন না।তবু দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের জরুরি ফোন বলায় কোনওরকমে ধরেন। তাঁকে হিন্দিতে বলা হয় আমরা আগামীকাল আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি নেবেন?‌

 

তাহলে অন্যান্য  পুরস্কারপ্রাপকদের সঙ্গে আগামীকাল সকালের মধ্যে আপনার নামও ঘোষণা করা হবে?‌ এই কথা শুনে সন্ধ্যা কিছুটা হতচকিত হয়ে যান। এই ভঙ্গিমায় যে পদ্ম খেতাব দেওয়ার প্রস্তাব আসতে পারে, তা তিনি ভাবতেই পারেননি। শুধু তাই নয়, তাঁর সমসাময়িকরা যেখানে যোগ্য কারণেই কেউ ভারতরত্ন, কেউ পদ্মবিভূষণ, নিদেনপক্ষে পদ্মভূষণ, সেখানে তিনি কিনা পদ্মশ্রী!‌ সন্ধ্যার আরও খারাপ লেগেছিল শেষমুহূর্তে এমন অফারের ধরনে।