ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের

পরিযায়ী

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের । নিজ রাজ্যে নেই কলকারখানা ,নেই শিল্প,  ফলে কাজ ও কর্মসংস্থান ও নেই। রাজ্যে  একশ দিনের কাজেরও কোনো নিশ্চয়তা নেই ।ফলে পেটের টানে ভিনরাজ্যে অন্নের সন্ধানে পাড়ি দিচ্ছে রাজ্যের বহু শ্রমিক।

 

ভিনরাজ্য অর্থাৎ চেন্নাই এ নির্মান কর্মীর কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরদিঘীর দুই শ্রমিকের। মৃত শ্রমিকদের নাম সইবুর রহমান ও হায়েক সেখ।তাঁদের বাড়ি সাগরদীঘি থানার কাবিলপুর এলাকায় বলে জানা গিয়েছে। প্রায় দুই মাস আগে পেটের টানে চেন্নাই এর পেলাম বাকম জেলার পল্লী বেকম থানার অন্তর্গত কাঞ্চিবাড়াম গ্রামে নির্মান কাজে গিয়েছিল হায়েক সেখ।

 

আর ও পড়ুন    সীমান্তে মহিলা সহ পাঁচ বাংলাদেশী গ্রেফতার

 

জানা যায়, প্রতিদিনের মতো ২১শে অক্টবর বৃহস্পতিবার দিনও কাজ করেন হায়েক সেখ এবং কাজ থেকে বাসায় ফিরে এসে স্নান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে  তাঁর সঙ্গী সাথীরা তড়িঘড়ি স্থানীয় আর. কে. পি. হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

অপরদিকে ২০ শে অক্টোবর সইবুর রহমান কাজ করার সময় ছাদের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। মুর্শিদাবাদের সাগরদিঘী থানার কাবিলপুর দুই শ্রমিকের পরিবার মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লেখ্য, ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের । নিজ রাজ্যে নেই কলকারখানা ,নেই শিল্প,  ফলে কাজ ও কর্মসংস্থান ও নেই। রাজ্যে  একশ দিনের কাজেরও কোনো নিশ্চয়তা নেই ।ফলে পেটের টানে ভিনরাজ্যে অন্নের সন্ধানে পাড়ি দিচ্ছে রাজ্যের বহু শ্রমিক। ভিনরাজ্য অর্থাৎ চেন্নাই এ নির্মান কর্মীর কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরদিঘীর দুই শ্রমিকের। মৃত শ্রমিকদের নাম সইবুর রহমান ও হায়েক সেখ।

 

তাঁদের বাড়ি সাগরদীঘি থানার কাবিলপুর এলাকায় বলে জানা গিয়েছে। প্রায় দুই মাস আগে পেটের টানে চেন্নাই এর পেলাম বাকম জেলার পল্লী বেকম থানার অন্তর্গত কাঞ্চিবাড়াম গ্রামে নির্মান কাজে গিয়েছিল হায়েক সেখ। জানা যায়, প্রতিদিনের মতো ২১শে অক্টবর বৃহস্পতিবার দিনও কাজ করেন হায়েক সেখ এবং কাজ থেকে বাসায় ফিরে এসে স্নান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে  তাঁর সঙ্গী সাথীরা তড়িঘড়ি স্থানীয় আর. কে. পি. হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।