জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ট

পিষ্ট

জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ট । হাতির হানায় জখম হলেন বাঁকুড়া জেলার ছাতনার বাবুপাড়া এলাকার বাসিন্দা স্বপন ভুই। হাতি দেখতে গ্রাম লাগোয়া জঙ্গলে গেলে একটি হাতি তাঁকে পায়ে করে পিষ্ট করে ফেলে । ঘটনায় গুরুতর জখম স্বপন ভুই কে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান বন কর্মীরা।

 

আজ সকালে দশটি হাতির একটি দল ছাতনার বাবু পাড়া গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। হাতি দেখতে বহু মানুষ ওই জঙ্গলে জড়ো হয়। অতি উৎসাহী জনতাকে সতর্ক করতে বন দফতরের তরফ থেকে মাইক প্রচার করা হয়। কিন্তু তারপরও জনতাকে সামাল দেওয়া যায়নি। এরফলেই এমন দুর্ঘটনা বলে মনে করছে বন দফতর।

 

উল্লেখ্য, জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ট । হাতির হানায় জখম হলেন বাঁকুড়া জেলার ছাতনার বাবুপাড়া এলাকার বাসিন্দা স্বপন ভুই। হাতি দেখতে গ্রাম লাগোয়া জঙ্গলে গেলে একটি হাতি তাঁকে পায়ে করে পিষ্ট করে ফেলে । ঘটনায় গুরুতর জখম স্বপন ভুই কে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান বন কর্মীরা।আজ সকালে দশটি হাতির একটি দল ছাতনার বাবু পাড়া গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। হাতি দেখতে বহু মানুষ ওই জঙ্গলে জড়ো হয়। অতি উৎসাহী জনতাকে সতর্ক করতে বন দফতরের তরফ থেকে মাইক প্রচার করা হয়। কিন্তু তারপরও জনতাকে সামাল দেওয়া যায়নি। এরফলেই এমন দুর্ঘটনা বলে মনে করছে বন দফতর।

 

আর ও পড়ুন    অণ্ডালে সহকারী লোকো পাইলটকে গলা টিপে খুন

 

জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ট । হাতির হানায় জখম হলেন বাঁকুড়া জেলার ছাতনার বাবুপাড়া এলাকার বাসিন্দা স্বপন ভুই। হাতি দেখতে গ্রাম লাগোয়া জঙ্গলে গেলে একটি হাতি তাঁকে পায়ে করে পিষ্ট করে ফেলে । ঘটনায় গুরুতর জখম স্বপন ভুই কে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান বন কর্মীরা। আজ সকালে দশটি হাতির একটি দল ছাতনার বাবু পাড়া গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। হাতি দেখতে বহু মানুষ ওই জঙ্গলে জড়ো হয়। অতি উৎসাহী জনতাকে সতর্ক করতে বন দফতরের তরফ থেকে মাইক প্রচার করা হয়। কিন্তু তারপরও জনতাকে সামাল দেওয়া যায়নি। এরফলেই এমন দুর্ঘটনা বলে মনে করছে বন দফতর।