পূর্ব বর্ধমান জেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে রেশন ডিলারের দুর্নীতিতে সরব জনতা

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২ মে, পূর্ব বর্ধমান জেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দুর্নীতিতে সরব জনতা। করোনা আবহে রাজ্যের খাদ্য দপ্তর সজাগ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় এসে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কড়া ভাষায় বলে গেছেন কোন রেশন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এদিন শনিবার পূর্ব বর্ধমান জেলায় মেহেদিবাগান এলাকায় একটি রেশনের দোকানের বিরুদ্ধে এলাকার মানুষ তীব্র প্রতিবাদ করেন। তাদের দাবি, রেশনে খাদ্য সামগ্রী ঠিক মাপে দেওয়া হচ্ছে না। যে পরিমান রেশন পাওয়ার কথা তার থেকে কম পরিমান রেশন পাচ্ছেন উপভক্তারা। সেই নিয়ে তারা প্রতিবাদ করেন আজ। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।