এবছর পুজোয় কলকাতার কোন প্যান্ডেল রয়েছে আকর্ষণের শীর্ষে? রইলো তার তালিকা

প্যান্ডেল

এবছর পুজোয় কলকাতার কোন প্যান্ডেল রয়েছে আকর্ষণের শীর্ষে। রইল তার তালিকা। পুজো এসে গেছে। একাধিক পুজো মণ্ডপে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর উদ্বোধন। কোথায়, কোন ঠাকুর দেখবেন সেগুলো ঠিক করে ফেলেছেন অনেকে।তবে তার আগে জেনেনিন করোনার বিধি নিষেধ। কারন এবছরও, করোনার কথা মাথায় রেখে দুর্গাপুজোর বিধি জারি রয়েছে। দুর্গাপুজোর নতুন করে নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। বলা যায় যে, আগের নির্দেশিকার নিয়ম কিছুটা শিথিল করা হল। সিঁদুর খেলা থেকে অঞ্জলি বেশ কিছুতে মিলল ছাড়।

 

আর ও  পড়ুন    ফের রক্তাক্ত আফগানিস্তান, মৃত শতাধিক, আহত অজস্র

 

করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই সিঁদুর খেলা, অঞ্জলির মতো আচারে যোগ দেওয়া যাবে। দুটি ডোজ নিলেই সেই সঙ্গে মাস্ক পরে থাকতে হবে। হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে, বড় মণ্ডপগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ জন এবং ছোট মণ্ডপ গুলির ক্ষেত্রে ১০-১৫ একসঙ্গে প্রবেশের অনুমতি পাবে। নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার জেনেনিন শীর্ষ প্যান্ডেলর তালিকা।

 

ত্রিধারা সম্মিলনী

দক্ষিণ কলকাতার পুজো প্রত্যেকবারই আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিবারের মতো এবারও বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হবে। গতবছরের থিম ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির উপস্থাপনা করেছিল। এবছর ঠকাচ্ছে চমক।

বালিগঞ্জ ২১ পল্লী 

বালিগঞ্জ ২১ পল্লীতে এবার পুজোর থিম টেপা পুতুল। প্রায় কয়েক হাজার টেপা পুতুল দিয়ে সাজানো হয়েছে। লাইভ টেপা পুতুল বানানোর আয়োজনও করা হয়েছে। তাঁরা পুতুল তৈরি ও বিক্রি করবেন।

দমদম পার্ক

দমদম পার্ক-এ এবারের পুজোর থিমে উঠে এসেছে লখিমপুর খেরির কৃষক হত্যা। কৃষকদের পিষে হত্যার এই ঘটনাই তুলে ধরা হয়েছে দমদম পার্ক ভারত চক্রের পুজোয়।

সুরুচি সংঘ

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সুরুচি সঙ্ঘে পুজোর থিম সং। এবার তাঁদের থিম ‘আবদার’। শিশুরা কবে করোনার ভয় ঠেলে বাড়ির বাইরে বেরোতে পারবে? মা দুর্গার কাছে এই আবদার। টালিগঞ্জের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো। তাঁর উপস্থিতিতেই মহালয়ায় ১০ হাজারের বেশি শিশুর মধ্যে পোশাক বিতরণ কর্মসূচি হয়।

লেকটাউন শ্রীভূমি

এবছর সবথেকে বেশি নজর কাড়তে চলেছে লেকটাউন শ্রীভূমির পুজো। প্রত্যেকবারই মায়ের সাজ, পোশাক, সোনার গয়নার জন্য নজর কাড়ে শ্রীভূমির পুজো। তবে এবার হাইপ খানিকটা বেশি। এর কারণ, কলকাতাতেই হাজির একটুকরো দুবাই। এবার শ্রীভূমির থিম বুর্জ খলিফা। উদ্বোধনের পর থেকেই ভিড় চোখে পড়ছে এই প্যান্ডেলে। সল্টলেকের এই বহুল প্রচারিত পুজো মূল উদ্যোক্তা ক্লাব কর্তা তথা দমকল মন্ত্রী সুজিত বসু।

মুদিয়ালি ক্লাব

আজই উদ্বোধন হল মুদিয়ালি ক্লাবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে হল উদ্বোধন। এবারে প্যান্ডেল জুড়ে আলপনা মন টানবে সকলের। শিল্পী ভাবনায় দর্শক টানবে মুদিয়ালী ক্লাব।

চেতলা অগ্রণী

করোনা-আবহে চেতলা এবার খোলামেলা মণ্ডপে পুজোর থিম গড়ে তুলেছে। খোলামেলা পরিবেশে ভাসিয়ে দেওয়াই এবারের আকর্ষণের কেন্দ্র বিন্দু। চেতলা অগ্রণী ক্লাব এ বিশ্বজননীর চক্ষুদানও করেন মুখ্যমন্ত্রী।

খিদিরপুর ২৫ পল্লীর পুজো

খিদিরপুর ২৫ পল্লির পুজোর থিম ‘দহন’, শিল্পী সনাতন দিন্দা। বিশ্ব উষ্ণায়না নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। এবার ৭৫ বছরে পদার্পন করল খিদিরপুর ২৫ পল্লীর পুজো।

একডালিয়া এভারগ্রিন

দক্ষিণ কলকাতার আরেক বিগ বাজেট পুজো একডালিয়া এভারগ্রিন। এখানে এবারও পুজোর আকর্ষণ মায়ের সাবেকি রূপ। বেনারস থেকে মায়ের জন্য আনা হয়েছে বেনারসি শাড়ি।

বেহালা বড়িশা ক্লাব

বেহালা বড়িশা ক্লাবের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়িশা ক্লাবের এবারের থিম ‘ভাগের মা গলিতে’ ।