স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিজের হাতে তৈরি মাটির হস্তশিল্প দিয়েও নিজের ভাড়ার শূণ্য

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিজের হাতে তৈরি মাটির হস্তশিল্প দিয়েও নিজের ভাড়ার শূণ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রতিমন্ত্রীকে

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিজের হাতে তৈরি মাটির হস্তশিল্প দিয়েও নিজের ভাড়ার শূণ্য। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে লক্ষীর ঘট দিয়ে লক্ষীর ভান্ডার পূর্ণ করতে চেয়েছিল কুমোর দম্পতি।  ২০২১,এর রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে এসেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই উত্তর ২৪, পরগনার বসিরহাটে মহাকুমার বসিরহাট ১, নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের পানিরহাটি কুমোর পাড়ায় স্বাধীনতার পূর্বে থেকে ইছামতীর পাড়ে এই গ্রামটার মাটির তৈরী হস্তশিল্প জীবিকা নির্ভর করেন।

 

চলতি বছরের জানুয়ারি ৪,তারিখে বাসুদেব পাল ও ভারতী পালের বাড়িতে এসেছিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা, আশায় বুক বেধে ছিল কুমোর বাড়ি। মাটির তৈরি লক্ষ্মীর ঘট দিয়েছিল লক্ষ্মী পাওয়ার আশায়। মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বাড়িতে বছরের শিক্ষিত যুবক রামপালের একটি কর্মসংস্থানহবে, অন্যদিকে কোন রকম এক চিলতে ঘরে থাকা বর্ষার জল আসলে ঘরের মধ্যে জল ভর্তি হয়ে যায়।

 

সেই ঘর সংস্কার করার পাশাপাশি আর্থিক সাহায্য। কিন্তু সেটা কথার কথা। ভোট আসে ভোট যায় আর কি কেউ তাকায় না। এক বছর হয়ে যাওয়ার পরেও কোন বিজেপি নেতারা তার বাড়ির দিকে একবার খোঁজ নেইনি। করোনা মহামারী লকডাউন এর জের স্বামী বাসুদেব পাল পেশায় রাজমিস্ত্রি তার কাজ বন্ধ হয়ে গেছে, স্ত্রী মৃৎশিল্পী ভারতী পাল বলেন, আমি বিভিন্ন মাটির হস্তশিল্পের কাজ করি লক্ষ্মীর সরা, ঘট, খেজুরের রস নিয়ে যাওয়া মাটির ঘট, কাস্তে ভরা তৈরি করার জন্য খোলা মুচি সহ বিভিন্ন মাটির হস্তশিল্পের কাজ করে কোন রকম ভাবে, দৈনন্দিন জীবনের রুজি-রোজগার করে জীবন সংগ্রাম করে বেঁচে আছেন।

 

তাই কোনরকম রেশনের বিনামূল্যে চাল গম পেয়ে দিন গুজরান করছেন পাল পরিবার। স্বাস্থ্য সাথী, কার্ড নেই তাই লক্ষীর ভান্ডার হয়নি আগামী ২০২২,এ দুয়ারে সরকারের প্রকল্পে গিয়ে তিনি এই ফরম ফিলাপ করবেন। তিনি লক্ষ্মীর ঘট দিয়েছিলেন মন্ত্রীকে লক্ষ্মী পাওয়ার আশায় ।কিন্তু ভাড়ার শুন‍্য, কবে লক্ষীর ভান্ডার পূর্ণ হবে সেই দিকে তাকিয়ে আছে পাল দম্পতি।

 

আর ও পড়ুন    সিলিকোসিস মৃত্যু ১,আক্রান্ত ১৫, গত এক বছরে ৫ জনের মৃত্যু হয়েছে 

 

উল্লেখ্য, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিজের হাতে তৈরি মাটির হস্তশিল্প দিয়েও নিজের ভাড়ার শূণ্য। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে লক্ষীর ঘট দিয়ে লক্ষীর ভান্ডার পূর্ণ করতে চেয়েছিল কুমোর দম্পতি।  ২০২১,এর রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে এসেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই উত্তর ২৪, পরগনার বসিরহাটে মহাকুমার বসিরহাট ১, নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের পানিরহাটি কুমোর পাড়ায় স্বাধীনতার পূর্বে থেকে ইছামতীর পাড়ে এই গ্রামটার মাটির তৈরী হস্তশিল্প জীবিকা নির্ভর করেন।

 

চলতি বছরের জানুয়ারি ৪,তারিখে বাসুদেব পাল ও ভারতী পালের বাড়িতে এসেছিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা, আশায় বুক বেধে ছিল কুমোর বাড়ি। মাটির তৈরি লক্ষ্মীর ঘট দিয়েছিল লক্ষ্মী পাওয়ার আশায়। মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বাড়িতে বছরের শিক্ষিত যুবক রামপালের একটি কর্মসংস্থানহবে, অন্যদিকে কোন রকম এক চিলতে ঘরে থাকা বর্ষার জল আসলে ঘরের মধ্যে জল ভর্তি হয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top