নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২৪ অক্টোবর,২০২০:ঐতিহ্যের পূজো বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব । প্রত্যেক বছরই নিষ্ঠার সাথে এই পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দেন সকলে।
কিন্তু এই বছর করোনার কারণে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ফুল ছাড়াই হাইকোর্টের রায় কে প্রাধান্য দিয়ে পালন কড়া হয়েছে মহাসপ্তমী অষ্টমীর পুষ্পাঞ্জলি।
আরও পড়ুন…অষ্টমীর অঞ্জলি দিলেন সাংসদ নুসরত জাহান
পাশাপাশি নিয়ম মেনে বারংবার বাগবাজার এর পুজো মণ্ডপ স্যানিটেশনের কাজ করা হচ্ছে।