ফের কর্তব্যরত বুথ লেভেল অফিসার কে কেন্দ্রীয় বাহিনীর মারধরের অভিযোগ রায়গঞ্জে

নিজস্ব সংবাদদাতা ২২ এপ্রিল ২০২১রায়গঞ্জ :উপযুক্ত পরিচয়পত্র নিয়ে রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকার একটি বুথে কর্তব্যরত বুথ লেভেল অফিসার ( BLO) অভিজিত কুন্ডূকে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক মারধোর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ ১৫৬ নম্বর বুথে।

কেন্দ্রীয় বাহিনীর হামলায় ওই নির্বাচন আধিকারিক রক্তাক্ত অবস্থায় বুথ থেকে চলে যায়।মারাত্মক আহত অবস্থায় তাকে এলাকার একটি বাড়িতে আশ্রয় নিতে হয়।আক্রান্ত ওই আধিকারিক জানিয়েছেন, ” এদিন নির্বাচন কমিশনের পরিচয়পত্র নিয়ে আমি বুথে প্রাঙ্গণে ঢুকে স্লিপ দিতে যাচ্ছিলাম। ঢোকার মুখেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আমাকে আটকায়। আমি আমার পরিচয়পত্র দেখিয়ে জানাই বুথ প্রাঙ্গণে ভোটারদের সাহায্য করাই আমাদের ডিউটি। কোনো কথা না শুনে তারা আমার উপর চড়াও হয়।আমাকে লাঠি দিয়ে মাটিতে ফেলে এলোপাথাড়ি পেটানো হয়।মারতে মারতে আমাকে বুথ থেকে প্রায় ১০০ মিটার তারা টেনে নিয়ে যায়। এলাকার বাসিন্দারা এসে আমাকে বাঁচায়।গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনী এসে তাদের জন্য ফ্যানের ব্যবস্থা করতে বলে।সেটা আমার আওতায় না থাকায় আমি তা পূরণ করতে পারিনি।সেই রাগেই আমাকে তারা আক্রমণ করেছে।সংযুক্ত মোর্চার প্রার্থী মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, এই ঘটনা নিন্দনীয়।এর পেছনে স্থানীয় তৃনমুল কংগ্রেসের কাউন্সিলরের উস্কানি রয়েছে। অভিযুক্ত কাউন্সিলর তা অস্বীকার করেছে।

আরও পড়ুন…শুরু হলো বৃহস্পতিবার ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহন