ফের বোমাবাজি ভাটপাড়ায়,একে অপরকে দোষারোপে ব্যস্ত বিজেপি তৃণমূল

নিজস্ব সংবাদদাতা ২৫ ফেব্রুয়ারি ২০২১উত্তর ২৪পরগণা:আবারও ভাটপাড়ায় বোমাবাজি। ভাটপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর খুসবু নিসার বাড়িতে দুটি বোমা পড়ে এবং বাড়ি সংলগ্ন পাওয়ার হাউজ মোড়ে আর চারটি বোমা পড়ল।

খুসবুনিশার পরিবারের দাবি তৃণমূল আশ্রিত গুন্ডারা এই কাজ করে, তিনি আর বলেন আগামী কাল জেপি নাড্ডার যে সফর শুচি রয়েছে এই সংলগ্ন এলাকায় তার জন্য বিজেপির কিছু ছেলে যেমন অজয় ভগত,রাম আফতাক প্রসাদ এরা এলাকায় ব্যানার পোস্টার লাগাচ্ছিল আর ঠিক সেই সময় তৃণমূলের গুন্ডারা এসে তাঁদের ওপর হামলা করেছে। তাঁদের মারধর করে।আহত বিজেপি কর্মী দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অপর জনকে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই পুরো ঘটনা দেখে প্রাক্তন কাউন্সিলর খুসবু ও তাঁর পরিবার হতবাক। অপর দিকে এই ২২নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ও বোমাবাজি করা হয়। তৃণমূলের বক্তব্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আজকে তৃণমূলের নেহেরু মার্কেট অঞ্চলে একটা মিছিল ছিল ।আর সেই মিছিল শেষে আসার পথে বিজেপির গুন্ডারা হামলা চালায়।কানাই লাল মিশ্রা নামে এক তৃনমূল কর্মীকে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। তৃণমূল পার্টি অফিসে বোমাবাজি করে। অভিযোগ ও পাল্টা অভিযোগের পালাকে কেন্দ্র করে ভাটপাড়ার ভোটের পারদ ক্রমশ চড়ছে।

আরও পড়ুন…নিউটাউনের হাতিশালায় কাছের ময়দানে বিধ্বংসী আগুন এ এলাকায় চাঞ্চল্য