বাবুলের ক্ষমা চাওয়া উচিৎ, কেন বললেন দিলীপ ঘোষ? জানুন

বাবুলের ক্ষমা চাওয়া উচিৎ, কেন বললেন দিলীপ ঘোষ? জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাবুলের

বাবুলের ক্ষমা চাওয়া উচিৎ, কেন বললেন দিলীপ ঘোষ? জানুন । নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বাবুল সুপ্রিয়ের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যিনি জীবনে ৭ বছর রাজনীতি করেছেন। ৭ বছরই মন্ত্রী ছিলেন। তিনি বাঙালির নাক কান কেটে দিয়েছেন। বাঙালি দাগাবাজ, এটা উনি প্রমাণ করেছেন। বাঙালি বিশ্বাসঘাতক এটা বাবুল সুপ্রিয়কে দেখলেই পরিস্কার। এর আগে অটলবিহারী বাজপেয়ী মমতাকে বিশ্বাস করেছিলেন। উনি ধোঁকা দিয়েছেন। মোদীজি বাবুলকে বিশ্বাস করেছিলেন। বাবুল দাগা দিয়েছেন। বাঙালীর মানসম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য বাবুলের ক্ষমা চাওয়া উচিৎ।

 

শুভেন্দু বড় বড় কথা বলেন। ওর বাবা আর ভাই পদ ছাড়েনি কেন? বাবুলের মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন,
কে কোন পদে থাকবে বা ছাড়বে সেটা তাদের ব্যাপার। কেন ছাড়বে? কেউ দয়া করে পদ দিয়েছে?

 

বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা। মুখ্যমন্ত্রী চুপ কেন? এপ্রসঙ্গে তিনি বলেন, অনেক লোক বাঙালি বাঙালি করে। বাংলা পক্ষ না কি সব আছে? তারা কাশ্মীরে বাঙালি মারা গেলে চেঁচায়। ওখানে বোধহয় মুসলিম বাঙালি বলে চেঁচায়। এখন, কেউ চেঁচায় না। ধান্দাবাজ সব। মমতা ব্যানার্জি বাঙালিদের ঠিকা নিয়েছেন। আপা কে ফোন করুন। জানতে চান, কেন ওখানে মারা হচ্ছে? হিন্দু বলে বাঙালি নয়?

 

আপ মাথাচাড়া দিচ্ছে। আপনাদের কাজ কি কঠিন হয়ে গেল? এপ্রসঙ্গে তিনি বলেন,  আম আদমি আগেও এসেছিল। ভালোই মাথাচাড়া দিয়েছিল আন্না আন্দোলনের সময়। আগেও রাজ্যে একবার এসেছিল। পরে সবাই বিজেপির মধ্যে ঢুকে গেছিল। এধরনের সুযোগসন্ধানী পার্টি এরাজ্যে চলবে কিনা দেখা যাবে। সবার অধিকার আছে পার্টি করার করে দেখুন।

 

দলে আর মুখ নেই? আবার অগ্নিমিত্রা পল প্রার্থী কেন? উনি জিতে গেলে তো জনগনের ট্যাক্স এর টাকায় আবার বিধানসভা উপনির্বাচন করতে হবে? এপ্রসঙ্গে তিনি বলেন,  মমতা ব্যানার্জি তিনবার ভোট করাতে পারেন। আমরা দু বার পারিনা? পার্টি যাকে যোগ্য মনে করেছে, তাকে প্রার্থী করেছে। উনি ওখানে পরিচিত মুখ। আমি নিজে একই জায়গা থেকে দুবার দুরকম ভোটে লড়ে জিতেছি । বাবুল ওখান থেকে এখানে এসে দাঁড়িয়েছেন। আগে তাকে প্রশ্ন করুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top