বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা জয়ী হবেন দাবি মোহিত সেনগুপ্তর

নিজস্ব সংবাদদাতা ৩১ মার্চ ২০২১ উত্তর দিনাজপুর: ৩৬৫ দিন সারাটা বছর মানুষের পাশে ছিলাম, সুখে দুঃখে সর্বদা রায়গঞ্জের মানুষ বিধায়ককে কাছে পেয়েছে। তাই আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে হাজার হাজার বাম-কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনা ছিল।

সেজন্যই বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা জয়ী হবেন বলে দাবি করলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ি থেকে বাম-কংগ্রেস জোটের বর্নাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও করনদিঘী এই পাঁচটি বিধানসভার বাম-কংগ্রেস প্রার্থীরা এই মনোনয়ন মিছিলে অংশ নেন। মিছিলে ছিলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী এবং জেলা বামফন্টের আহ্বায়ক অপুর্ব পাল সহ শীর্ষ নেতৃত্ব। শিলিগুড়ি মোড়ে শোভাযাত্রা শেষ করে কর্নজোড়ায় রায়গঞ্জ মহকুমাশাসকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন রায়গঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। এদিন ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেন সংযুক্ত মোর্চার সিপিআই প্রার্থী ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়। মনোনয়ন পত্র দাখিল করে শ্রীকুমার মুখোপাধ্যায় বলেন, রাজ্যে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে লড়াইয়ে র জন্যই সাধারন মানুষের কাছে আবেদন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার।

আরও পড়ুন….নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ভোটের আগে নিরাপত্তা দিতে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ