নিজস্ব সংবাদদাতা ১৬ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা:করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরুর আগেই বারাসাত হাসপাতাল ভ্যাকসিনেশন রুম পরিদর্শনে এলেন মূখ্য কেরানীর আধিকারিক ও হাসপাতাল সুপার।আজ ভ্যাকসিন দেওয়া হবে ফ্রন্টলাইনার মোট ১০০ জনকে।
বারাসাত হাসপাতাল সুপার সুব্রত মন্ডল সাংবাদিকদের জানালেন।চিকিৎসক, নার্স,ওয়ার্ডে কাজ করা গ্রুপ ডির কর্মীরা,সিকিউরিটি সহ সামনে থেকে লড়াই করা ১০০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রথমদিন এর পর আগামী সোমবার,মঙ্গলবার,শুক্রবার ও শনিবার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলবে একই ভাবে।করোনা ভ্যাকসিন কোভিশিল্ড প্রাথমিক পরিক্ষানিরিক্ষায় বোঝা গেছে,এর থেকে কোনরকম পার্শপ্রতিক্রিয়া আশাকরি হবে না,তবুও যদি তেমন কোন সমস্যা হয় তার জন্য চিকিৎসক থেকে জরুরি ভিত্তিক সবরকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান হাসপাতাল সুপার সুব্রত মন্ডল।