দুর্যোগ বাড়ছে রাজ্যে, আজ বাড়বে বৃষ্টির পরিমান

বাড়বে

দুর্যোগ বাড়ছে রাজ্যে, আজ বাড়বে বৃষ্টির পরিমান।  রবিবার থেকেই রাজ্যে  শুরু হয়েছে বৃষ্টি। আজ সোমবার সেই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। রাতভর বৃষ্টির পর সকাল থেকে চলছে বৃষ্টি।  গভীর নিম্নচাপের জেরে আগামী ৩ দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

এই পরিস্থিতিতে আঁটোসাঁটো ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। প্রবল বর্ষণের জেরে বাড়তে পারে নদী বা সমুদ্রের জলস্তর। যে কারণে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী সহ গোসাবা নদী তীরবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী এই মুহূর্তে গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদেরকে দ্রুত ফিরে আসারও নির্দেশ দেওয়া হচ্ছে।

পাশাপাশি, সাধারণ মানুষের উদ্দেশেও প্রশাসনের পক্ষ থেকে চলছে সতর্কতামূলক প্রচার। নিচু জায়গা ছেড়ে সবাইকে উঁচু জায়গায় উঠে যাওয়ার জন্য বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর, তাজপুর, মন্দারমনি, জ্যামড়া, শ্যামপুরের মতো নিচু জায়গাগুলো থেকে আপৎকালীন ভিত্তিতে যাতে গ্রামবাসীদের সরানো যায় তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। বিভিন্ন স্থানে  কন্ট্রোলরুম খোলা হয়েছে। পঞ্চায়েতের তরফে এলাকা ভিত্তিক ত্রিপল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে সিভিল ডিফেন্স নিয়োগ করা হয়েছে সমুদ্র উপকূলে। মাইকিং করা হয়েছে। সমুদ্রের ধারে ঘেঁষতে দেওয়া হচ্ছে না পর্যটকদের।

 

আর ও পড়ুন    প্রাণভয়ে কাশ্মীর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা

 

অপরদিকে পটাশপুর, ভগবানপুর, এগরার মত বিস্তীর্ণ এলাকায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে জল সামান্য নামলেও নতুন করে বৃষ্টিতে ফের প্লাবিত হয়েছে অনেক এলাকা। বন্য়ার্তদের পুনরায় উঁচু জায়গায় নিয়ে এসে রাখা হয়েছে। প্রশাসনের তরফে ত্রিপল, ড্রাই ফুড এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপুজো মোটের ওপর ভাল কাটলেও লক্ষ্মীপুজো মোটেও রাজ্যবাসীর ভাল কাটবে না, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

 

মঙ্গল ও বুধ এই দু’দিন কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। যার ফলে এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে। পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

বুধবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে‌ বুধবারও হলুদ সর্তকতা জারি করা হয়েছে। উল্লেখ্য, বর্ষা বিদায় নিলেও নিম্নচাপের জেরে বৃষ্টিপাত চলছে রাজ্যে। এদিকে বৃষ্টিপাতের জেরে কমেছে তাপমাত্রাও। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৮ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।