গর্ভনিরোধক পিল কি বাড়িয়ে দিতে পারে মারাত্মক এই রোগের ঝুঁকি ? জেনে নিন

বাড়িয়ে

গর্ভনিরোধক পিল বাড়িয়ে দিতে পারে মারাত্মক এই রোগের ঝুঁকি ? জেনে নিন। গর্ভনিরোধক পিলের বিষয়ে কমবেশি অনেকেই জানেন। তবে এই ওষুধ নিয়ে অনেকের মধ্যেই ভয় রয়েছে। প্রায়শই কানে আসে গুজব। আর সে কারণেই জানতে পারেন না কোনটা সত্যি আর কোনটা নয়। কেউ কেউ বলে গর্ভনিরোধক পিল খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। আবার কেউ বলে এই ওষুধের ফলে মোটা হয়ে যেতে পারেন। আবার কিছুজনের মতে, গর্ভনিরোধক পিল মা হওয়ার ক্ষমতা কমিয়ে দেয়।

 

দীর্ঘদিন ধরে এই পিল খেলে স্তন এবং জরায়ুর ক্যানসারের আশঙ্কা সামান্য বাড়তে পারে। কিন্তু যাঁরা ট্রাইফেজিক বড়ি খান, তাঁদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অনেকের ধারণা, গর্ভনিরোধক পিল যৌন রোগের আশঙ্কা কমিয়ে দেয়। তবে এই ধারণা একেবারেই ভুল। একমাত্র কন্ডোম ছাড়া অন্য কোনও উপায়ে যৌন রোগের সংক্রমণ এড়ানো সম্ভব নয়।

 

আর ও পড়ুন     ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে দিল এটিকে মোহনবাগান

 

এই ধারণাও ভুল। অনেক গবেষণায় দেখা গিয়েছে, গর্ভনিরোধক পিল ওজন বাড়াতে পারে না। মা হওয়ার ক্ষমতা হারিয়ে যায় না এই পিল খেলে। মা হতে চাইলে গর্ভনিরোধক বড়ি খাওয়া বন্ধ করে দিতে হবে। তিন থেকে চার মাস সময় লাগতে পারে যে কোনও মেয়ের স্বাভাবিক ঋতুচক্রে ফিরতে।

 

তাই অবাঞ্ছিত গুজবে কান দেবেন না। গর্ভনিরোধক পিল নিয়ে কোনও বিভ্রান্তি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

 

উল্লেখ্য,গর্ভনিরোধক পিল বাড়িয়ে দিতে পারে মারাত্মক এই রোগের ঝুঁকি ? জেনে নিন। গর্ভনিরোধক পিলের বিষয়ে কমবেশি অনেকেই জানেন। তবে এই ওষুধ নিয়ে অনেকের মধ্যেই ভয় রয়েছে। প্রায়শই কানে আসে গুজব। আর সে কারণেই জানতে পারেন না কোনটা সত্যি আর কোনটা নয়। কেউ কেউ বলে গর্ভনিরোধক পিল খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি।

 

আবার কেউ বলে এই ওষুধের ফলে মোটা হয়ে যেতে পারেন। আবার কিছুজনের মতে, গর্ভনিরোধক পিল মা হওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। দীর্ঘদিন ধরে এই পিল খেলে স্তন এবং জরায়ুর ক্যানসারের আশঙ্কা সামান্য বাড়তে পারে। কিন্তু যাঁরা ট্রাইফেজিক বড়ি খান, তাঁদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অনেকের ধারণা, গর্ভনিরোধক পিল যৌন রোগের আশঙ্কা কমিয়ে দেয়। তবে এই ধারণা একেবারেই ভুল।

 

একমাত্র কন্ডোম ছাড়া অন্য কোনও উপায়ে যৌন রোগের সংক্রমণ এড়ানো সম্ভব নয়। এই ধারণাও ভুল। অনেক গবেষণায় দেখা গিয়েছে, গর্ভনিরোধক পিল ওজন বাড়াতে পারে না। মা হওয়ার ক্ষমতা হারিয়ে যায় না এই পিল খেলে। মা হতে চাইলে গর্ভনিরোধক বড়ি খাওয়া বন্ধ করে দিতে হবে। তিন থেকে চার মাস সময় লাগতে পারে যে কোনও মেয়ের স্বাভাবিক ঋতুচক্রে ফিরতে।  তাই অবাঞ্ছিত গুজবে কান দেবেন না। গর্ভনিরোধক পিল নিয়ে কোনও বিভ্রান্তি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।