বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মোৎসব

বিবেকানন্দের

বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মোৎসব। মহাসমারোহে পরম ভক্তি ও নিষ্ঠায় বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মোৎসব । যদিও মঠের ভিতরে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ। তবে মঠের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠান।

 

করোনা আবহে এখন বন্ধ রয়েছে বেলুড় মঠ। আজ ২৫ শে জানুয়ারি বেলুড় মঠে অনুষ্ঠিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মানুষ্ঠান বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে। তবে ওই দিনে মঠের অভ্যন্তরে বন্ধ রাখা হয়েছে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকার। এই বছরে ১২ই জানুয়ারি ইতিমধ্যে ৩৭ তম যুব উৎসব পালিত হয়েছে বেলুড় মঠে।

 

অন্যান্য বছর এইদিনে প্রচুর সংখ্যায় যুব ও ছাত্রছাত্রী বেলুড় মঠে জমায়েত হয়। তবে এবার তা কোনটাই হয়নি। বিবেকানন্দ সভাগৃহে মঠের সন্ন্যাসী ও আবাসিকদের উপস্থিতিতে পালিত হচ্ছে অনুষ্ঠান। তবে সর্ব সাধারণের জন্য ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেল মারফৎ এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। করোনা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই মঠ বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।

 

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অব্দি বেলুড় মঠে ভক্তদের প্রবেশ বন্ধ থাকছে বলেই মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন। স্বাভাবিক পরিস্থিতিতে যেখানে প্রতি বছর প্রায় হাজার দশেক পড়ুয়া অংশ নেন স্বামী বিবেকানন্দের জন্মৎসবের অনুষ্ঠানে। মঠের মূল মন্দির সংলগ্ন মাঠে মঞ্চ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দিন ধরে সেখানে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আর ও পড়ুন    হাওড়া শহরজুড়ে একে একে পুকুর ভরাট করে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে

 

কিন্তু এ বার সেই অনুষ্ঠানের সময় কমিয়ে আনা হয়েছে। এবছর সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। ভোর ৪:৪৫ মিনিটে স্বামীজীর মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। এর পরে পর্যায়ক্রমে স্বামীজীর মন্দির, ঘর এবং শ্রীরামকৃষ্ণ মন্দিরে সারাদিন ব্যাপী চলবে নানা অনুষ্ঠান। যেমন- বেদ পাঠ, টপ গান,,উচ্চাঙ্গ সঙ্গীত, খেয়াল, ধ্রুপদ, বিবেকানন্দ গীতি, কঠোপনিষদ পাঠ, গীতি আলেখ্য ভজন ইত্যাদি থাকবে।

 

সকালে হয়েছে বিশেষ পূজা। বিকাল সাড়ে তিনটেয় ধর্ম সভার পর অনুষ্ঠানের পরিসমাপ্তি। সন্ধ্যায় সন্ধারতি হবে রীতি মেনে। যা সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে ‘রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ’ এবং ‘সারদাপীঠ, রামকৃষ্ণ মিশন’ এই দু’টি ইউটিউব চ্যানেলে। পাশাপাশি অনুষ্ঠানের লিঙ্ক দেওয়া হয়েছে www.belurmath.org এবং www.saradapith.org —এই দু’টি ওয়েবসাইটেও।