বিমান বন্দরে প্রবেশের প্রধান সড়ক বিক্ষোভ “অন্ডাল বিমাননগরী কৃষক শ্রমিক যুবক স্বার্থরক্ষা কমিটির ” 

নিজস্ব সংবাদদাতা ৩ফেব্রুয়ারি২০২১  :অন্ডাল বিমাননগরী ও বিমান বন্দরের জন্য ২৪০০ একর জমি অধিগ্রহণ করা শুরু হয়েছিল। এই জমি তুলে দেওয়া হয় বেঙ্গল এরোট্রোপলিস প্রোজেক্ট লিমিটেডের (BAPL) হাতে এই জমি তুলে দেয় রাজ্য সরকার।

এরমধ্যে ৬০০ একর জমিতে তৈরি হয়েছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। বাকি ১৮০০ একর জমিতে তৈরি করা হবে বিমান নগরী। বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই এখানে জমি ক্রয় করেছে।সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি আন্দোলনের পরে প্রশাসন সতর্ক হয়ে জমিদাতাদের দাবি বিবেচনার আশ্বাস দেওয়ায় এই প্রজেক্টে জমি অধিগ্রহণ তুলনামূলক অনেকটা সহজ হয়েছিল।অন্ডাল বিমাননগরী কৃষক শ্রমিক যুবক স্বার্থরক্ষা কমিটির অভিযোগ ক্ষতিপূরণের পরেও জমির পরিবর্তে জমির আশ্বাস রক্ষা করা হয়নি। এছাড়াও জমিদাতাদের পরিবারের সদস্যদের কাজের দাবিও মানা হয়নি বলে অভিযোগ।২০২০ সালের ৮ ডিসেম্বর রানিগঞ্জে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জমির পরিবর্তে জমি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। BAPL ও ভূমি রাজস্ব দফতরের অসহযোগিতায় এখনও পর্যন্ত কোনও ব্যবস্থাই হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে বুধবার সকাল থেকেই কাজী নজরুল বিমান বন্দরে প্রবেশের প্রধান সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে বিক্ষোভ “অন্ডাল বিমাননগরী কৃষক শ্রমিক যুবক স্বার্থরক্ষা কমিটির ।অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস এর বক্তব্য, জমিদাতাদের দাবি মত জমির পরবর্তে জমি দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন…তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়