নিজস্ব সংবাদদাতা ৪ মার্চ ২০২১দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড়: গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাতে ভাঙড়ের চণ্ডীহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ এক সিপিআইএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ।
ধৃত ব্যাক্তির নাম ওলি মোহম্মদ মোল্লা। তাঁর বাড়ি থেকে ৫১.৫ ইঞ্চির একটি পাইপগান,এক রাউন্ড গোলাবারুদ,লোহার টাঙ্গি,লোহার হাসুয়া উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ। কি কারণে এই আগ্নেয়াস্ত্র তিনি মজুদ রেখেছিলেন তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।



















