ব্রিগেড এর ময়দান জমে উঠলো প্রধানমন্ত্রীর বক্তব্যে, আশা ভরসা নিয়ে সমাবেশে অগণিত মানুষ

নিজস্ব সংবাদদাতা ৭ মার্চ ২০২১: অবশেষে ব্রিগেড ময়দান এর মধ্যে দিয়ে প্রচারে নামল বিজেপি। এদিনের ব্রিগেড ময়দানে উপস্থিত ছিলেন বিজেপির উচ্চপদস্থ নেতা নেতৃত্বরা।

এদিনের ব্রিগেডের প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার নেমে প্রধানমন্ত্রী টুইট করেন বিশাল সমাবেশের দিকে যাচ্ছি। ব্রিগেডে নির্ধারিত সময়েই কলকাতা বিমানবন্দরে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে শয়তান তিনি উড়ে গিয়েছিলেন রেসকোর্সের মাঠে। মোদিকে দেখেই অগণিত মানুষেরা স্লোগানের ঝড় তুলে বলেন “মোদি স্বাগতম”। ব্রিগেড ময়দান থেকে মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় কটাক্ষ করতে দেখা যায় প্রধানমন্ত্রী কে। আজকের ব্রিগেডের ছিল নানা রকমের চমক। বিশেষ চমক হিসেবে ব্রিগেডে উপস্থিত ছিলেন চিত্র জগতের বিশেষ ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী। একে একে মঞ্চে উঠে বক্তব্য রাখতে দেখা গিয়েছে বিজেপি নেতা নেত্রীদের। সবমিলিয়ে ব্রিগেড ময়দানে আজ অগণিত মানুষ অনেক আশা ভরসা নিয়েই এই সমাবেশে যোগদান করেছিল সেটা বলার অবকাশ থাকে না।

আরও পড়ুন…গভীর রাতে জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি উত্তপ্ত পাণ্ডবেশ্বর