ভাঙড়ের চিলেতলা গ্রামে বিজেপির মিটিং এ যাওয়ার কারণে কীটনাশক দিয়ে নষ্ট করে দেওয়া হলো পটল ও ফুলের জমি 

নিজস্ব সংবাদদাতা ৭এপ্রিল ২০২১ দক্ষিণ ২৪পরগণা: বিজেপির মিটিংয়ে যাওয়ার কারণে পটল ও ফুলের জমিতে কীটনাশক দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি ভাঙড়ের চিলেতলা গ্রামের।

অভিযোগ মঙ্গলবার ভাঙড়ের ঘটকপুকুরে বিজেপির নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন চিলেতলা গ্রামের বেশ কিছু বিজেপিবকর্মী সমর্থক। সে কারণে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের পটল ও ফুলের জমিতে কীটনাশক দিয়ে ফসল নষ্ট করে দেয়। ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষকরা। অভিযোগ অস্বীকার করেছে এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি মোদাসসের হোসেন। তিনি জানান, ঐএলাকার বিজেপি নেতা অবনী মণ্ডল দলের থেকে টাকা নিয়ে তৃণমূলকে বদনাম করার জন্য নিজেদের জমিতে তেল দিয়েছে। এখানে তৃণমূলের কোন হাত নেই। যদিও বিজেপি নেতা অবনী মণ্ডল এলাকার শাসক দল তৃণমূলের দিকে আঙুল তুলেছে।

আরও পড়ুন…বারাসাতে কামদুনিতে প্রচার সারলেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা