ভাঙড়ে বোমা তৈরীর কারখানা উদ্ধার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা ২৯ সংবাদদাতা ২০২১ দক্ষিণ ২৪পরগণা, ভাঙড়: ভোট গণনার আগেই ভাঙড়ে বোমা তৈরীর কারখানা উদ্ধার করল পুলিশ। এর পাশাপাশি আরো দুটি জায়গা থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানপুরে যায় কাশিপুর থানার পুলিশ। সেখানে মাঠের মাঝখান থেকে একটি ড্রাম উদ্ধার করে। তার মধ্য থেকে মোট ১৬টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বোমা গুলি উদ্ধার করে বোম স্কোয়ারডকে খবর দেয় কাশিপুর থানার পুলিশ। অন্যদিকে কাশিপুর থানার কাটজালা এলাকায় পুলিশ খবর পায় বোম তৈরির কারখানা চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে হানা দেয় পুলিশ। পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় প্রচুর বোমা তৈরীর মসলার পাশাপাশি বোমা মজুদ করেছে দুষ্কৃতীরা। সেই বোমা-গুলি ড্রামে করে ভর্তি করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার সরঞ্জাম চলছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বোমা গুলি উদ্ধার করে এবং কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এলাকায় আইএসএফ  কর্মীরা এই বোমা তৈরীর কারখানা চালাচ্ছিল। তাদের উপস্থিতি দেখতে পেয়ে পালিয়ে যায় আইএস এফ  কর্মীরা। যদিও আইএসএফ নেতৃত্ব বিষয়টি অস্বীকার করেছে। পাল্টা তারা তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছে। এর পাশাপাশি কাশিপুর থানার ভোগালী এলাকাতেও গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে নয়টি তাজা বোমা উদ্ধার করে। লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় জুড়ে। ভোট গণনার পর এলাকায় অশান্তি পাকানোর জন্য এই বোমা মজুদ করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।

আরো পড়ুন…ইসলামপুরে চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ