ভারতীয় বায়ুসেনা উদ্ধার করলো বাঁধের প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়া এক যুবককে

ছত্তিসগড়: ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। পুলিশ সূত্রের খবর জিতেন্দ্র কাশ্যপ নামে এক ৩৬ বছরের যুবক বিলাসপুরের খুটাঘাট বাঁধে স্নান করতে নেমে আচমকা জলের তোড়ের মধ্যে পরে যায়। নিজেকে বাঁচাতে সে উঁচু একটি পাথরের চাঁইয়ে উঠে গাছের ডাল ধরে কোনওমতে দাঁড়িয়ে থাকে। স্থানীয়রা এই দৃশ্য দেখে খবর দেয় পুলিশ কে, শুরু হয় উদ্ধার অভিযান কিন্তু কেউই কোনওভাবে জীতেন্দ্রর কাছাকাছি পৌঁছতে পারেন না। জলের স্রোত ক্রমশ বাড়তে থাকায় উদ্ধার কার্য ব্যাহত হতে থাকে, বিলাসপুর পুলিস ভারতীয় বায়ুসেনার শরণাপন্ন হয়। খবর পেয়েই একটি বিশেষ উদ্ধারকারী টিম হেলিকপ্টারে করে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। অনেক কসরতের পর হেলিকপ্টার থেকে শক্তপোক্ত কেবল ছুঁড়ে তাঁরা জীতেন্দ্রকে টেনে তোলেন। প্রায় ১৬ ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার কার্য সম্পন্ন হয়। বিলাসপুর রেঞ্জের আইজিপি দীপাংশু কাবরা ট্যুইটারে আপলোড করে তিনি লেখেন, ‘প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বায়ুসেনা যেভাবে অনুরোধে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমাদের তরফ থেকে টিমের প্রত্যেককে স্যালুট জানাই।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও উদ্ধারকাজের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।