নেতাজীর পৈতৃক ভিটেতে পালিত হল নেতাজীর জন্মজয়ন্তী

ভিটেতে

নেতাজীর পৈতৃক ভিটেতে পালিত হল নেতাজীর জন্মজয়ন্তী।  করোনা বিধির মধ্যেই সোনারপুরের কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেতে পালিত হল নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী। দূর দুরান্ত থেকে আসা মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের লাইন করে ঢুকতে হল পৈতৃক ভিটেতে।

 

নেতাজীর ব্যবহৃত খাট, আসবাবপত্র চাক্ষুস করেই তা মোবাইলে বন্দি করে রাখল পড়ুয়ারা। কোনও কোনও পড়ুয়াদের টিম কে কোদালিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেল। রবিবার এই পৈতৃক ভিটেতে যান সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, বারুইপুর মহকুমাশাসক সুমন পোদ্দার, রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস।

 

কোদালিয়ার বাড়ি থেকে নেতাজী পার্ক পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। এদিন সুজন চক্রবর্তী বলেন, নেতাজীর জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হোক, জাতীয় ছুটি ঘোষণা করা হোক। সকাল ৯টায় নেতাজীর মূর্তিতে মাল্যদান করা হয়। দুপুর ১২-১৫মিনিটে নেতাজী কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে শঙ্খধ্বনি করেন এলাকার মহিলারা।

 

আর ও পড়ুন    গোমড়ামুখো মেঘলা আকাশ কাটবে কবে থেকে? জেনে নিন

 

নেতাজীর পৈতৃক ভিটেতে শুধুমাত্র করোনা বিধি মেনে সকাল ১০ টা থেকে ১২টা ও দুপুর ২ টা থেকে ৫টা পর্যন্ত ১০ জন করে মানুষজনকে ঢুকতে দেওয়া হয়। পাশাপাশি, হরনাথ লাইব্রেরিতে মিউজিয়ামেও ১০ জন করে মানুষজন কে ঢুকতে দেওয়া হয়। সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয় করোনা সংক্রমনের কারনে। বিধায়ক লাভলী মৈত্র বলেন, নেতাজীর পৈতৃক ভিটেতে ঢুকলে আবেগপ্রবন হয়ে যেতে হয়। আরও বেশি করে এখানে মানুষ আসুক এটাই চাই। এই পৈতৃক ভিটেকে মানুষের কাছে আরও তুলে ধরতে হবে।

 

উল্লেখ্য, নেতাজীর পৈতৃক ভিটেতে পালিত হল নেতাজীর জন্মজয়ন্তী।  করোনা বিধির মধ্যেই সোনারপুরের কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেতে পালিত হল নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী। দূর দুরান্ত থেকে আসা মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের লাইন করে ঢুকতে হল পৈতৃক ভিটেতে। নেতাজীর ব্যবহৃত খাট, আসবাবপত্র চাক্ষুস করেই তা মোবাইলে বন্দি করে রাখল পড়ুয়ারা। কোনও কোনও পড়ুয়াদের টিম কে কোদালিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেল।

 

রবিবার এই পৈতৃক ভিটেতে যান সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, বারুইপুর মহকুমাশাসক সুমন পোদ্দার, রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস। কোদালিয়ার বাড়ি থেকে নেতাজী পার্ক পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। এদিন সুজন চক্রবর্তী বলেন, নেতাজীর জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হোক, জাতীয় ছুটি ঘোষণা করা হোক। সকাল ৯টায় নেতাজীর মূর্তিতে মাল্যদান করা হয়। দুপুর ১২-১৫মিনিটে নেতাজী কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে শঙ্খধ্বনি করেন এলাকার মহিলারা।