ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা সহ আলিপুরদুয়ার

নিজস্ব সংবাদদাতা ২৮ এপ্রিল ২০২১ আলিপুরদুয়ার: বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা সহ আলিপুরদুয়ার। পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও।

এদিন সকাল ৭.৫৪ নাগাদ কম্পন অনুভূত হয় আলিপুরদুয়ারের । এছাড়াও কোচবিহারেও ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী অসমের তেজপুরে ১৭ কিমি গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ন্যাশেনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪।সকালে ঘুম থেকে উঠার আগেই আচমকাই নড়ে উঠে ঘর এবং খাট।স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পরে।প্রচুর মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে।

আরও পড়ুন…লেকটাউন এক নম্বর পল্লীশ্রীতে অক্সিজেনের অভাবে আবারও করোনা আক্রান্তের মৃত্যু, প্রশাসনের গাফিলতিতে দেহ পড়ে রইলো বাড়িতেই