ভোটারদের সচেতনতার বৃদ্ধি করার উদ্দেশ্যে, শুরু হলো মানব পুতুল নাচ

নিজস্ব সংবাদদাতা ১১ মার্চ ২০২১আসানসোল: মুখ্য নির্বাচনী আধিকারিক,পশ্চিমবঙ্গ মানব পুতুল নাচ এর আয়োজন করা হয়। ভোটের কথা। আসানসোলের রবীন্দ্র ভবন সংলগ্ন একটি মানব পুতুল নাচের আয়োজন করা হয়।

পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা নির্বাচন সেই উপলক্ষে ভোটারদের সচেতনতার বৃদ্ধি করার উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠান চলছে সেই তার একটা অংশ “মানব পুতুল নাচ” করা হচ্ছে আসানসোলের বিভিন্ন জায়গায়। যেরকম রয়েছে আসানসোলের বার্নপুর ও কুলটির নিয়ামতপুরে। মূলত ভোটারদের সচেতনতা বৃদ্ধি করার জন্য করা হচ্ছে। সাধারণ ভোটারদের সচেতনতা বৃদ্ধিই মূল বিষয়। আমাদের রাজ্য ভোট দানের সংখ্যা তথা আমাদের জেলায় ভোট দানের শতাংশ হিসেবে যথেষ্ট ভালো। কেনো একশো শতাংশ হবে না। সেই জন্যে যা করণীয় তাই পৌঁছে দিচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।পাশাপাশি স্টিল ম্যান অর্থাৎ আমাদের জেলার ম্যাসকট,যাতে আমরা ভোট দিতে পারি সে প্রতীকী হিসেবে মানুষকে উৎসাহিত করছে। যাতে বেশি সংখ্যক মানুষ ভোট দিতে পারে, যারা ১৮ বছর এবং নতুন ভোটাররা রেজিস্টার করতে পারে। তার জন্যই এই সচেতনতা মূলক মানব পুতুল নাচ।

আরো পড়ুন….মুখ্যমন্ত্রী কে ধাক্কা মারা প্রসঙ্গ নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বিরুলিয়ায়