ভোটের আগের দিনে নদীর ঘাট তীরবর্তী এলাকায় উদ্ধার যুবকের দেহ

নিজস্ব সংবাদদাতা ২৫ এপ্রিল ২০২১:ভোটের আগের দিনে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালীকামরা গ্রামে।ভোটের আগের দিন অর্থাৎ রবিবার সকালে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে গ্রামের এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে তারুন নদীর ঘাট তীরবর্তী এলাকায়।

স্থানীয় মানুষরা প্রথমে দেখতে পাওয়ার পর চিনতে পারে ওই যুবককে। জানা যায় ওই যুবকের নাম বিপ্লব দাস বয়স ১৭ বছর।পেশায় ইট ভাটায় কাজ করার শ্রমিক বিপ্লব দাস কে শনিবার রাত্রি ৯ নাগাদ কেউ ফোন করে ডেকে নিয়ে যায় বিপ্লবকে, পরিবারের অনুমান তার বন্ধুদের মধ্যে কেউ একজন ফোন করে তাকে ডেকে নিয়ে যায়। তারপরেই বহু খোঁজাখুঁজির পরেও আর খোঁজ পাননি পরিবারের লোকেরা।রবিবার সকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে টাঙ্গন নদীর বাঁধের উপর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তারপরে খবর দেওয়া হয় বিপ্লব দাস এর পরিবারকে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গলায় গামছা বাঁধা অবস্থায় রয়েছে দেহ পাশাপাশি দেহের চোখে সুচ জাতীয় কিছু দিয়ে চোখে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। বাসিন্দাদের অনুমান খুন করা হয়েছে যুবককে।ঘটনার পরেই শোকের আবহ নেমে এসেছে পরিবারে।

আরো পড়ুন…ভোটের আগে উত্তপ্ত অনুব্রত গড়, কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও তৃণমূল