ভোটের আগে ভোট কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে শুরু হলো করোনা টিকাকরণ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর২৬ ফেব্রুয়ারি ২০২১: সামনেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা থাকলেও ভোট কর্মীদের কথা মাথায় রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তরে তৎপরতা।

করোনার গ্রাফ এখন অনেকটা নিম্নমুখী হলেও ভোট কর্মীদের যাতে কোনো ভাবেই করোনা সংক্রমণ না হয় সে দিকে লক্ষ্য রেখেই ভোট কর্মীদের কোভিডের টিকা দেওয়ার কাজ শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য কেন্দ্র গুলিতে। ইতিমধ্যেই চিকিৎসাকর্মীদের পর পুলিশ-সহ অন্য ফ্রন্টলাইনে থাকা কোভিড যোদ্ধাদের টিকাকরণ শুরু হয়েছে। তবে আর কিছু দিনের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা। তার আগেই ভোট কর্মীদের সুরক্ষার কথা ভেবে নির্বাচন কমিশন ভোট কর্মীদের কোভিডের টিকা দেওয়ার নির্দেশিকা দেন। সেই মতো ব্লক অফিস থেকে নামের লিস্ট তৈরি করে অফিসে পাঠানো হয় এবং তারপর আপলোড করা হয় নামের লিস্ট। বড় হাসপাতাল ছাড়াও প্রত্যেক ব্লকে একটি বা দুটি করে সেশন সাইট রয়েছে। সেখানে যে কোন ফটো আইডি কার্ড নিয়ে গেলে দেওয়া হবে ভোট কর্মীদের কোভিড টিকা, এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল। ভোটের আগেই ভোট কর্মীদের সুরক্ষার কথা হবে নির্বাচন কমিশনের এই নির্দেশিকা কে সাধুবাদ জানিয়েছেন ভোট কর্মীরা।

আরও পড়ুন…বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে সপ্তম বেতন কমিশন,মিলবে কৃষক সম্মান নিধি কলকাতায় এসে দাবি জেপি নাড্ডার