ভোটের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি মেনে নিল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতা ২১ মার্চ ২০২১: পৌরসভার অস্থায়ী কর্মী ও সয়ম্ভর গোষ্ঠীর মহিলারা আর আতঙ্কিত হবেন না, যারা ক্ষমতার অপব্যবহার করে আপনাদের ভয় দেখাতো,জোর করে মিটিং মিছিলে নিয়ে যেত তারা আজ ক্ষমতাচ্যুত হয়েছে।ভোটের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি মেনে নিল নির্বাচন কমিশন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও একাধিক রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সাথে তাদের বৈঠকে বিভিন্ন সময় দাবি করেছেন, রাজ্যের যে সমস্ত পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং যে পুরোসভাগুলোতে রাজ্য সরকারের তরফ থেকে রাজনৈতিক পৌর প্রশাসক বসানো হয়েছে সেই সমস্ত রাজনৈতিক পৌর প্রশাসকদের বিধানসভা নির্বাচনের আগে সরাতে হবে।শনিবার নির্বাচন কমিশন এক নির্দেশিকা দিয়ে জানিয়েছে আগামী ২২ তারিখের মধ্যে রাজ্যের যে সমস্ত পৌরসভার মেয়াদ শেষ হয়েছে এবং যেখানে রাজনৈতিক পৌরপ্রশাসক বসানো হয়েছে তাদেরকে সরাতে হবে এবং ২২ তারিখে রাজ্য সরকারকে এই নির্দেশ কার্যকর করে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশও দেয় কমিশন।সূত্রের খবর ,নির্বাচন কমিশনের সাথে বৈঠকের সময় কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির অভিযোগ করেছিলেন, রাজনৈতিক পৌর প্রশাসক যে সমস্ত পৌরসভাতে বসানো হয়েছে সেখানে সরকারি দল অনৈতিক কিছু সুযোগ-সুবিধা নিচ্ছে এবং ভোটের সময় সেই সুযোগ তারা নিতে পারেন।কংগ্রেস নেতৃত্ব দাবি করেছিলেন পূর্বে এরকম কোনও নিদর্শন নেই যেখানে পৌরবোর্ড মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাজনৈতিক পৌর প্রশাসক বসানো হচ্ছে। বিরোধী দলগুলি দাবি করেছিল যদি পৌর প্রশাসক নিতান্তই বসাতে হয় তাহলে তারা যেন সরকারি আধিকারিক হয়।সম্প্রতি ,বহরমপুর পৌরসভাতে সরকারি প্রশাসককে সরিয়ে রাজনৈতিক প্রশাসক বহরমপুর পৌরসভার প্রাক্তন উপপৌর পিতা জয়ন্ত প্রামাণিককে নিয়োগ করেছে রাজ্য সরকার।এবার রাজনৈতিক প্রশাসকরা যাতে কোনোভাবেই নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে না পারে তাই অধীর চৌধুরীর দাবি মেনে নিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন…২০১১ সালের পর ফের ভূমিকম্পের মুখে জাপান