“ভোটের সময় মানুষের কাছে সহানুভূতি চাইতেই নিজের মার খাওয়ার কথা বলছেন”মুখ্যমন্ত্রী কে কটাক্ষ সিপিআই নেতা ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়ের 

নিজস্ব সংবাদদাতা ১১ফেব্রুয়ারি ২০২১:উত্তর দিনাজপুর: উনি তো নিজেই গুন্ডা কন্ট্রোল করেন, থানা কন্ট্রোল করেন তাঁকে মারবে কে? এখন ভোটের সময় মানুষের কাছে সহানুভূতি চাইতেই নিজের মার খাওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী।

বাম সরকারের আমলে তাঁকে যে মারা হয়েছিল তার কোনও প্রমান নেই। নেই কোনও সরকারি হাসপাতালে কোনও নথি নেই “। মুখ্যমন্ত্রীর গতকালের জন্যে সভায় মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ এমন পাল্টা মন্তব্য করলেন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী সিপিআই নেতা ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়। বুধবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এক জনসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন তাঁর পা থেকে মাথা পর্যন্ত মার খাওয়ার আঘাতের চিহ্ন রয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে সরকার পোষিত গুন্ডারা তাঁকে মেরেছিলেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতেই আজ রায়গঞ্জে প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় বলেন, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে ও পরে গুন্ডাদের কন্ট্রোল করেন। মানুষের কাছে এখন ভোট চাওয়ার একটা নতুন পদ্ধতি শুরু করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল রায়গঞ্জের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপি কংগ্রেস ও বামকে জগাই, মাধাই ও গদাই এর জোট হয়েছে কটাক্ষ করেছিলেন। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায় বলেন, ভাষার সংযত হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। এখন বিজেপি ও তৃনমূলের মধ্যে যে ভাষার সন্ত্রাস চলছে তা সাধারন মানুষ ঘেন্না করছে। এছাড়াও গতকাল রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানের জনসভায় মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন রাজ্যের ২৯৪ টি আসনে তিনিই প্রার্থী। তাঁকে দেখেই ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে সিপিআই কেন্দ্রীয় কমিটির নেতা তথা রাজ্য বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় বলেন, এখন তো তৃনমূল দলই আর সততার প্রতীক হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের ছবি ব্যাবহার করেন না। তাঁর দল থেকে সদ্য ছেড়ে যাওয়া বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ই বলেছেন মুখ্যমন্ত্রীর দেওয়া লিস্টেই বন বিভাগে চাকুরি দেওয়া হয়েছে। রাজ্যে তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় একটি দুর্নীতির সরকার, স্বেচ্ছাচারীতার সরকার চালাচ্ছে। মানুষ এবারের বিধানসভা ভোটে এর জবাব দেবেন।

আরও পড়ুন….উত্তরাখন্ডে নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যদের খোঁজ নিতে ফ্লাইটের ব্যবস্থা করলেন শুভেন্দু অধিকারীও জেলা নেতৃত্বরা