নিজস্ব সংবাদদাতা ১৪জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর: ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের খেলার মাঠ এলাকায়।
ঘটনাস্থলে দ্রুত ইসলামপুর দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও পাঁচটি বাড়ির সমস্ত সামগ্রী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর দমকলবাহিনী। ইসলামপুর শহরের মেলার মাঠ এলাকার বাসিন্দা মহম্মদ জামিরুল সহ পরিবারের লোকেরা বাড়ি থেকে সকলেই কাজে বেড়িয়েছিলেন। আচমকাই এলাকার এক মহিলা তাঁর বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে যায়। খবর দেওয়া হয় ইসলামপুর দমকলবাহিনীকে। দ্রুত দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও এলাকার পাঁচটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকলবাহিনীর প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।