ওমিক্রন আতঙ্কের মধ্যেই ফের বাড়ল দেশে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। যা গতকালের তুলনায় ৩ শতাংশ বেশি। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরলই। সেখানে আক্রান্ত ৪ হাজার ৫৫৭ জন। তারপর মহারাষ্ট্র (৭৮২), তামিলনাড়ু (৭৩১), পশ্চিমবঙ্গ (৬২১)।উদ্বেগ বাড়িয়ে একদিনে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৬ জনের। তবে তার মধ্যে বিহারে ২ হাজার ৪২৪ জনের ও কেরলে ২৬৩ জনের মৃত্যু আগে হয়েছিল।
করোনায় মৃত্যু হওয়া এই ব্যক্তিদের মৃত্যু এদিনের বুলেটিনে সংযোজন করা হয়েছে। বাকি ১০৯ জনের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে। অন্যদিকে দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯১৮ জন। তবে স্বস্তি দিচ্ছে অ্যাক্টিভ কেস। আরও কিছুটা সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৯৯ হাজার ১৫৫।
এদিকে দেশে চার জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তবে আরও কয়েকজন বিদেশ ফেরত ব্যক্তির দেহে করোনার সংক্রমণ মিলেছে। সেই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে পুদুচেরিতে করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। যে সকল ব্যক্তি ভ্যাকসিন নেবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আর ও পড়ুন জাওয়াদ’ ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও উত্তাল দীঘার সমুদ্র
উল্লেখ্য,দেশে ওমিক্রন আতঙ্কের মধ্যেই ফের বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। যা গতকালের তুলনায় ৩ শতাংশ বেশি। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরলই। সেখানে আক্রান্ত ৪ হাজার ৫৫৭ জন। তারপর মহারাষ্ট্র (৭৮২), তামিলনাড়ু (৭৩১), পশ্চিমবঙ্গ (৬২১)।উদ্বেগ বাড়িয়ে একদিনে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৬ জনের।
তবে তার মধ্যে বিহারে ২ হাজার ৪২৪ জনের ও কেরলে ২৬৩ জনের মৃত্যু আগে হয়েছিল।করোনায় মৃত্যু হওয়া এই ব্যক্তিদের মৃত্যু এদিনের বুলেটিনে সংযোজন করা হয়েছে। বাকি ১০৯ জনের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে। অন্যদিকে দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯১৮ জন। তবে স্বস্তি দিচ্ছে অ্যাক্টিভ কেস। আরও কিছুটা সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৯৯ হাজার ১৫৫।



















