ভবানীপুরে প্রথম প্রচারে নেমে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মমতা
মমতা
ভবানীপুরে প্রথম প্রচারে নেমে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
ছবি সংগ্রহে সাইন টিভি

 

ভবানীপুরে প্রথম প্রচারে নেমে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?  দক্ষিণ কলকাতার   চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মী সভা করলেন মমতা। এদিন প্রথমেই তিনি বলেন, ‘ভবানীপুর সর্বদা আমার পাশে থাকে। প্রতিকূল অবস্থায়ও ওখানে জিতেছি।’ এদিন সেই সঙ্গে কেন্দ্রকে নিশানা করেন তিনি। তিনি বলেন, ‘‌কীভাবে ভোট করানো হল সবাই তা দেখেছে।

 

আমরা তখন ভোট করানোর পক্ষপাতী ছিলাম না। কিন্তু মানুষ জবাব দিয়েছে।’‌ এরপরেই তিনি বলেন, ‘‌বিজেপি ষড়যন্ত্র করেছিল বলে ফের দাঁড়াতে হল।’‌

 

মমতা বলেন, ‘‌ভোট এলেই এজেন্সির ভয় দেখানো হয়। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই কয়লা পাচার-কাণ্ডে ফের কেন ইডি তলব করল?‌ অভিষেককে ইডি-র তলব প্রসঙ্গে ওই মঞ্চ থেকেই তিনি বলেন, ‘এরা কংগ্রেস, শরদ পওয়ারকে এজেন্সি দেখিয়ে জব্দ করেছে।

আর ও  পড়ুন     ভারতীয় অনুরাগীর আচরণে ক্ষুব্ধ হলেন মিয়া খালিফা, কী সেই আচরণ ?

 

অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর? কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? নারদ মামলায় সুব্রত মুখার্জিকেও ফাঁসানো হয়েছে। আসল চোরের নাম নেই।’

 

পাশাপাশি এদিন ভবানীপুর নিয়ে বলেন,‘‌বিজেপির ষড়যন্ত্রে আবার দাঁড়াতে হল। হয়তো ভগবানও এটাই চেয়েছিলেন। নিজের ঘরে ফিরতে পেরে আমি খুশি।’‌

 

এদিন কর্মীসভাতেও তিনি ওয়ার্ড ভিত্তিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন। পাশাপাশি কর্মীদের বিরোধীদের কোনও মিটিং-‌মিছিলে বাধা দিতেও না করেন তিনি। বলেন, ‘‌ওরা ৫০টা মিটিং-‌মিছিল করলেও আমার কিছু যায় আসে না।’‌

 

উল্লেখ্য, মমতা বলেন, ‘‌ভোট এলেই এজেন্সির ভয় দেখানো হয়। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই কয়লা পাচার-কাণ্ডে ফের কেন ইডি তলব করল?‌ অভিষেককে ইডি-র তলব প্রসঙ্গে ওই মঞ্চ থেকেই তিনি বলেন, ‘এরা কংগ্রেস, শরদ পওয়ারকে এজেন্সি দেখিয়ে জব্দ করেছে। অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর? কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? নারদ মামলায় সুব্রত মুখার্জিকেও ফাঁসানো হয়েছে। আসল চোরের নাম নেই।’